ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘দেশে আইন শৃঙ্খলা বলতে এখন আর কিছু নেই’

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩০, ২০ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
 ‘দেশে আইন শৃঙ্খলা বলতে এখন আর কিছু নেই’

নিজস্ব প্রতিবেদক :  বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে আইন শৃঙ্খলা বলতে এখন আর কিছু নেই। বিচার ব্যবস্থার ওপর মানুষ এখন আস্থাহীন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার(এনআরসি’র)আয়োজনে ‘আমার দেশ আমার শিল্প’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাস্থ্য খাত এখন বিলুপ্তির পথে। ডেঙ্গুতে মানুষ এখন এতটাই অসহায় যে শুধু ঢাকাতে নয় সারা দেশে কখন কে মৃত্যুবরণ করবে সে নিজেও জানে না।

চামড়া শিল্পের বিপর্যয় নিয়ে তিনি বলেন, চামড়া শিল্প এখন মহাবিপর্যয়ের সম্মুখীন। এতটা বিপর্যয় বাংলাদেশ এর আগে কখনো দেখা যায়নি। এতে এদেশের সর্বনিম্ন পর্যায়ের এতিম অসহায় শিশুরা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আয়োজক সংগঠনের পরিচালক বাবুল তালুকদারের সভাপতিত্বে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ডি. এম. আমিরুল ইসলাম অমরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

 

রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৯/সাওন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়