ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

রংপুর-৩ আসনে উপ-নির্বাচন

আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু সোমবার

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫২, ১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু সোমবার

জ্যেষ্ঠ প্রতিবেদক : হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে উপ-নির্বাচন উপলক্ষে সোমবার থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ।

সোমবার সকাল ১০টা থেকে বুধবার বিকেল ৫টা পর্যন্ত ফরম কিনতে পারবেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা।

রোববার দুপুরে দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাতীয় আসন ২১, রংপুর-৩ উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের আগামী ২, ৩ ও ৪ সেপ্টেম্বর ২০১৯ যথাক্রমে সোম, মঙ্গল, বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করতে হবে।’

বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

সম্পাদকমণ্ডলীর সভা মঙ্গলবার

রংপুর-৩ আসনের উপ-নির্বাচন বিষয়ে আলোচনার জন্য সম্পাদকমণ্ডলীর সভা ডেকেছে আওয়ামী লীগ।

মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ সভা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচন হবে আগামী ৫ অক্টোবর। রোববার নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান তফসিল ঘোষণা করেছেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ১১ সেপ্টেম্বর, মনোনয়ন প্রত্যাহার ১৬ সেপ্টেম্বর এবং ভোট গ্রহণ ৫ অক্টোবর।

হুসেইন মুহাম্মদ এরশাদ গত ১৪ জুলাই রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৬ জুলাই এ আসনটি শূন্য হওয়ার গেজেট প্রকাশ করা হয়।

উল্লেখ্য, রংপুর-৩ আসনে ১৭৫টি ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৪১ হাজার ৬৭১ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ২১ হাজার ১০৯ জন এবং নারী ২ লাখ ২০ হাজার ৫৬২ জন।


রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৯/রেজা/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়