ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রংপুর উপ-নির্বাচনে সাদই জাপার প্রার্থী

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রংপুর উপ-নির্বাচনে সাদই জাপার প্রার্থী

জ্যেষ্ঠ প্রতিবেদক : রংপুর-৩ (সদর) আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এরশাদের বড় ছেলে রাহগির আল মাহিকে (সাদ এরশাদ) মনোনয়ন দেয়া হয়েছে।

রোববার জাতীয় পার্টির বনানী কার্যালয়ে দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা সাংবাদিকদের এ কথা জানান।

জাপার চলমান সংকট নিয়ে শনিবার রাতে দুইপক্ষের   সমঝোতা বৈঠকে সাদকে প্রার্থী হিসেবে ফাইনাল করা হয়। তারই ধারাবাহিকতায় দুপুরে এ বিষয়ে ঘোষণা দেন দলের মহাসচিব রাঙ্গা।

এর আগে সমঝোতা বৈঠক নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাঙ্গা বলেছিলেন, জাপা চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব নিজেই রংপুরের উপ-নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করবেন।

প্রসঙ্গত, গত ১৪ জুলাই মারা যান জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বাবার মৃত্যুতে শূন্য এই আসনে অংশ নিতে ৩ সেপ্টেম্বর রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয় থেকে মনোনয়ন সংগ্রহ করেন সাদ এরশাদ।


রাইজিংবিডি/ঢাকা/৮ সেপ্টেম্বর ২০১৯/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়