ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতার মারামারি

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ১০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতার মারামারি

নিজস্ব প্রতিবেদক: ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দুই নেতার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুজনেই আহত হয়েছেন। একজনের কপাল কেটে গেছে অপরজন মাথায় আঘাত পেয়েছেন।

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যান্টিনের সামনে এ ঘটনা ঘটে। মূলত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের গাড়িতে বসা নিয়েই এ মারামারি হয়েছে বলে জানা যায়।

সংগঠন সূত্র জানায়, রেজওয়ানুল হক চৌধুরী শোভন মঙ্গলবার মধুর ক্যান্টিনে আসেন। তিনি চলে যাওয়ার সময় তার সাথে গাড়িতে ওঠেন ছাত্রলীগের অন্য দুই সিনিয়র নেতা ও আরো কয়েকজন। এদিকে গাড়িতে না উঠতে পেরে একজন নেতা ঝামেলা শুরু করেন। একপর্যায়ে সভাপতি তার গাড়ি থেকে সবাইকে নামিয়ে দেন। এটাকে কেন্দ্র করে দুজন নেতার মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে দুজন দুজনকে বাঁশ দিয়ে আঘাত করতে তেড়ে যান। এসময় অন্য নেতাকর্মীরা তাদেরকে থামানোর চেষ্টা করেন। এ সময় দুজনেই মাথায় আঘাত পান।

একজন প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নেন ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য যান। অপরজনকে শুশ্রষা করা হয়েছে।

এ ব্যাপারে সংগঠনের সভাপতির কোন বক্তব্য পাওয়া যায়নি।


রাইজিংবিডি/ঢাকা/১০ সেপ্টেম্বর ২০১৯/ইয়ামিন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়