ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘আ.লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ১১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘আ.লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না’

সংসদ প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।  যদি করতো তাহলে এ দেশে বিএনপির কোন অস্তিত্ব থাকত না।

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বিএনপির সদস্য রুমিন ফারহানার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমানের প্রতিহিংসার বলি হয়ে জেলখানায় নির্মমভাবে নিহত হন জাতীয় চার নেতা। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই হত্যা, ক্যু’র অপরাজনীতি শুরু করেন।  সশস্ত্র বাহিনীর শত শত অফিসার ও সৈনিককে হত্যা করেন।  ঘুষ, দুর্নীতি, লুটপাটের সংস্কৃতি চালু করেন।  একটা পুরো প্রজন্মকে নষ্ট করে দেন জিয়াউর রহমান। তাই বিএনপি দলীয় সংসদ সদস্যের মুখে মানুষ মারার বিষয়টি অবলীলায় চলে আসে, এটাই তাদের দলীয় আদর্শ।  জিয়ার স্ত্রী খালেদা জিয়া তার চেয়েও যে এক কাঠি সরেস- সে প্রমাণ তিনি রেখেছেন এ দেশে জঙ্গি সৃষ্টি করে। অগ্নিসংযোগ, সন্ত্রাস, বোমা হামলা, মানিলন্ডারিং, এতিমের টাকা আত্মসাৎসহ হেন অপকর্ম নেই, যা তিনি, তার পুত্রদ্বয় ও তার দলের লোকরা করেননি।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের নিরলস প্রচেষ্টা এবং জনগণের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ বিশ্বে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছে।  আর্থ সামাজিক উন্নয়নে বাংলাদেশ বিশ্বের রোল মডেল। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় স্থান করে নিয়েছে।  জিডিপির প্রবৃদ্ধি জায়গা দখল করেছে।  এসব আপনা আপনি হয়নি। সব পরিশ্রমে হয়েছে।  প্রতিষ্ঠান অকার্যকর থাকলে সব অর্জন সম্ভব হতো না।  কারণ, রাষ্ট্র একটি যন্ত্রের মতো।  এই যন্ত্রের বিভিন্ন কলকব্জা যখন সমন্বিতভাবে কাজ করে, তখন রাষ্ট্র ভালো থাকে।  বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।  কারণ, রাষ্ট্রযন্ত্র ভালোভাবে কাজ করছে। ’


রাইজিংবিডি/ঢাকা/১১ সেপ্টেম্বর ২০১৯/আসাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়