ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

দুর্নীতির চক্র বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান: কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ৬ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুর্নীতির চক্র বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান: কাদের

ক্যাসিনো ব্যবসা কর্মকাণ্ডে যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে গ্রেপ্তারের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির চক্র বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।

রোববার সন্ধ্যায় রাজধানীর আইইবি মিলনায়তনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি আয়োজিত ‘কর্মদক্ষতা বৃদ্ধিতে সামাজিক যোগাযোগ মাধ্যম’ শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা (গণমাধ্যম) যাকে গডফাদার বলছেন তাকে তো গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার অভিযান চলছে, চলবে। এটা কোনো দল, ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান না। যারা দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তার করা হচ্ছে।’

‘যারা দুর্নীতি ও দুর্বৃত্তায়নের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না। এটা সরকারের ইচ্ছা। এতে সরকার সংকল্পবদ্ধ। এই লক্ষ্যকে সামনে রেখে শুদ্ধি অভিযান শুরু হয়েছে। যাদের আপনারা সন্দেহ করছেন তারাতো এরেষ্ট হচ্ছে। সরকারের অভিযান শুরু হয়েছে যতক্ষণ পর্যন্ত দুর্নীতির চক্র ভেঙে দিতে না পারব ততক্ষণ অভিযান চলবে। এ অভিযান কোনো দল, ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, এ অভিযানে যে অপরাধী তাকেই আইনের আওতায় আনা হচ্ছে।’

এ সময় রংপুরের উপ-নির্বাচনে বিএনপির হারের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ‘রংপুরের নির্বাচনে তাদের (বিএনপি নেতাদের) ভাব-সাব দেখে মনে হচ্ছিল বিশাল জয় পেয়ে যাবে। কিন্তু কত ভোট তারা পেয়েছেন? এত জনপ্রিয় দল, তারা নির্বাচনে অংশ নিল। আওয়ামী লীগ তো অংশ নেয়নি। এত জনপ্রিয় দল ভোটার উপস্থিতি এত কম হলো, মির্জা ফখরুল ইসলাম আপনি দয়া করে জবাব দিবেন কি?’

‘কর্মদক্ষতা বৃদ্ধিতে সামাজিক যোগাযোগ মাধ্যম’ শীর্ষক কর্মশালাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘দেশে নিরবে ডিজিটাল বিপ্লব হচ্ছে। এর রূপকার সজীব ওয়াজেদ জয় ও ববি। যাদের অক্লান্ত প্রচেষ্টায় আমরা এ উদ্যোগ জাতীয় নির্বাচনে কাজে লাগিয়ে জয়লাভ করেছি। আমাদের ডিজিটাল মিডিয়ায় খুব বেশি আসক্ত হয়া যাবে না। সেখানে সব নেতিবাচক কথা প্রচার হয় না, এখানে ইতিবাচক কিছু কথা আছে সেগুলো নিতে হবে। প্রচার করতে হবে।’

আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে নেতা-কর্মীদের চরিত্র হননের খেলায় না মেতে উঠার আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘সামনে জাতীয় সম্মেলন। এই সম্মেলনকে সামনে রেখে কোনো নেতা-কর্মী যেন চরিত্র হননের খেলায় মেতে না উঠেন। এদিকে সবাইকে সজাগ থাকতে হবে।’

সাংবাদিকদের ওপর পুলিশের হামলা দুঃখজনক

ওবায়দুল কাদের বলেন, ‘গতকাল রাতে সাংবাদিক মোবারকের সঙ্গে যা ঘটেছে তা দুঃখজনক। তার বিয়ের অনুষ্ঠানে আমি ছিলাম। এরপর আবার এ ঘটনাটি ঘটেছে। ঘটনা শুনে আমার খারাপ লেগেছে। স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি এ বিষয়টি জানেন। আমি এ বিষয়টি তাদের সঙ্গে মনিটর করবো। স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। তিনি ফিরে আসুক। আমি আইজিপির সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবো। যাতে সম্মানজনক সুরাহ হয়।’

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সভাপতি হোসেন মোহাম্মদ মুনসুরের সভাপতিত্বে কর্মশালায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব আব্দুস সবুর, অধ্যাপক মাহফুজুল ইসলাম প্রিন্স, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরর ভাইস চ্যান্সেলর মুনাব আহমেদ নুর, সুফি ফারুক ইবনে আবু বকর বক্তব্য রাখেন।


ঢাকা/পারভেজ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়