ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ছাত্রদল সভাপতি-সম্পাদককে আদালতে হাজিরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ১৬ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছাত্রদল সভাপতি-সম্পাদককে আদালতে হাজিরের নির্দেশ

ছাত্রদলের নতুন কমিটির সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতের বিচারক নুসরাত সাহারা বীথির আদালত এ আদেশ দেন। মামলাটি আগামী ২০ নভেম্বর পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন আদালত। সংশ্লিষ্ট আদালতের পেশকার কল্যান কুমার সিংহ বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান।

গত ১২ সেপ্টেম্বর ছাত্রদলের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক আমানউল্লাহ আমানের এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কাউন্সিলরের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন।

এছাড়া ছাত্রদলের কাউন্সিলে কেন স্থায়ী নিষেধাজ্ঞা দেয়া হবে না তা জানতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ নেতাকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।

জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটির কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারির মামলাটির ধার্য তারিখ ছিল। কিন্তু গত ২৩ সেপ্টেম্বর নতুন সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলকে পক্ষভুক্ত করায় বিচারক তাদের আদালতে হাজির হওয়ার নোটিশ দেন।


ঢাকা/মামুন খান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়