ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ওয়ার্কার্স পার্টি ছাড়লেন বিমল বিশ্বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ২২ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ার্কার্স পার্টি ছাড়লেন বিমল বিশ্বাস

দীর্ঘদিন ওয়ার্কার্স পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত থাকা বিমল বিশ্বাস এবার দল ছাড়লেন। বর্তমানে পার্টির পলিটব্যুরোর সদস্য হিসেবে দায়িত্বে থাকা এই নেতা এক সময় ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে রাইজিংবিডিকে জানিয়েছেন বিমল বিশ্বাস।

তিনি জানান, ওয়ার্কার্স পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি চেয়ে ই-মেইলে আবেদন জানিয়েছি।

তার অভিযোগ, ওয়ার্কার্স পার্টি বর্তমানে নীতি আর আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। এজন্য তিনি পার্টি থেকে অব্যাহিত চেয়েছেন।

বিমল বিশ্বাস ১৯৪৬ সালের ১২ জুলাই জন্মগ্রহণ করেন। ১৯৯২ সালে ওয়ার্কার্স পার্টি গঠিত হলে অমল সেন ও রাশেদ খান মেননের নেতৃত্বে গঠিত ওয়ার্কার্স পার্টিতে যুক্ত হন তিনি।

ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিসেবে বিমল বিশ্বাস ২০০৮ সালের নির্বাচনে নড়াইল-১ আসনে ১৪ দলের প্রার্থী ছিলেন।


ঢাকা/পারভেজ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়