ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভোলায় কটূক্তি ও সংঘর্ষে জড়িতদের শাস্তি দাবি তরীকতের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ২৩ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোলায় কটূক্তি ও সংঘর্ষে জড়িতদের শাস্তি দাবি তরীকতের

ভোলায় মহানবীকে (সাঃ) কটূক্তি ও  অবমাননার জের ধরে সংঘর্ষের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছে বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ) ।

সংগঠনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এম,পি ও মহাসচিব ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী বুধবার এক যুক্ত বিবৃতিতে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।

ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে আহতদের সুস্থতা কামনা করেন তারা।

নেতারা বলেন, মহানবীকে (সঃ) অবমাননা করে ফেসবুকে যে মন্তব্য করা হয়েছে, তা সকল ইমানদার মুসলমানের হৃদয়ে আঘাত করেছে। এমন ঘৃণিত কাজ কাম্য নয়। তেমনিভাবে এ ঘটনাকে কেন্দ্র করে একটি মহল যেভাবে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়, সেটিও কাম্য নয়।

এসব অপকর্মের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। না হলে ভবিষ্যতে পরিণতি আরো ভয়াবহ হতে পারে।


ঢাকা/নঈমুদ্দীন/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়