ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘বাবার বুকে চাপা কষ্ট, তিনি বাক্সবন্দি হয়েই আসলেন’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১২, ৭ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বাবার বুকে চাপা কষ্ট, তিনি বাক্সবন্দি হয়েই আসলেন’

আমার বাবার বুকে চাপা কষ্ট রয়েছে। তিনি নিজ দেশে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন নি। তিনি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে এখানে এসেছেন। তিনি ২০১৭ সালে পাসপোর্ট নবায়ন আবেদন করেও সেটা পাননি।

বৃহস্পতিবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাদেক হোসেন খোকার জানাজার আগে তার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি যে দিন নিউইয়র্ক গেলাম সেদিন আমার বাবা শেষ কথা বলেছেন। তিনি বলেছেন তার জানাজা যেন দেশে হয়। আমি সরকারকে ধন্যবাদ জানাই আমার বাবার মরদেহ দেশে আনতে সহযোগিতা করার জন্য।’

ইশরাক বলেন, ‘বাবা আমাকে বলেছিলেন, আমি বাক্সবন্দি হয়ে দেশে যাব। ঠিকই তিনি বাক্সবন্দি হয়ে আসলেন সাথে তার দেহটা প্যাকেট হয়ে আসছেন। এ দৃশ্য আমি কখনো ভুলতে পারবো না।’

প্রথমবারের মতো জাতীয় সংসদে পা রেখেছেন উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, ‘প্রথমবার সংসদে পা রেখেছি আমার বাবার মরদেহ নিয়ে। যদিও আমার বাবা চার বার সংসদ সদস্য হয়ে এসেছিলেন।’

তিনি বলেন, ‘আমার বাবাকে আপনারা যারা শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের এখানে উপস্থিতি প্রমাণ করে আমার বাবার সবার সাথে সুসম্পর্ক ছিলো।’ 

সাদেক হোসেন খোকার দুই ছেলে ইশরাক হোসেন ও ইশফাক হোসেন সংসদ ভবনের জানাজায় উপস্থিত ছিলেন। বেলা সাড়ে ১১ টায় জাতীয় সংসদ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়।

এছাড়া সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, সালেহ উদ্দিন, ওয়ার্কার্স পাটির রাশেদ খান মেমন, সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবের হোসেন চৌধুরী, কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, তোফায়েল আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, অলী আহমদ, আবদুল মঈণ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

জানাজা শেষে বিরোধী দলের পক্ষে জাপা মহাসচিব মশিউর রহমান রাঙ্গা শ্রদ্ধা জানান। এরপর অলী আহমেদ, বিএনপির সংসদ সদস্যরা, উত্তরের মেয়র আতিকুল ইসলাম, বিএনপির ব্যারিস্টার মওদুদ আহমদের নেতৃত্বে বিএনপির স্থয়ী কমিটি, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টারা শ্রদ্ধা জানান৷

ক্যান্সারে আক্রান্ত খোকা নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় ৪ নভেম্বর দুপুরে মারা যান। ৭ নভেম্বর সকাল তার মরদেহ দেশে আনা হয়। ২০১৪ সাল থেকে চিকিৎসার জন্য তিনি নিউইয়র্কে ছিলেন।

তিন বারের নির্বাচিত সংসদ সদস্য, দুই বারের মন্ত্রী ও ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের শেষ মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা।

 

ঢাকা/সাওন/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়