ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘স্বৈরাচারি মানসিকতার কারণে রাঙ্গার এমন মন্তব্য ’

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২৫, ১২ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘স্বৈরাচারি মানসিকতার কারণে রাঙ্গার এমন মন্তব্য ’

শহীদ নূর হোসেনকে নিয়ে জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গার বক্তব্য স্বৈরাচারি মানসিকতা থেকে আসতে পারে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘুর্ণিঝড় বুলবুলের আঘাতে ফসলের ক্ষয়ক্ষতি বিষয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘নূর হোসেনকে নিয়ে বক্তব্য দু:খজনক। নূর হোসেনের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। তাকে নিয়ে রাঙ্গার যে বক্তব্য তা বলা ঠিক হয়নি।’

তিনি আরো বলেন, ‘তখন ইয়াবা ছিলই না, ফেনসিডিলও তেমন ছিল না। যারা এ ধরনের মন্তব্য করে তারা ম্বৈরাচারের সঙ্গে জড়িত ছিল, সেই মানসিকতা থেকে এ মন্তব্য আসতে পারে। এ জন্য তিনি ক্ষমা চাইবেন বলে আশা করি।’

রাজ্জাক বলেন, ‘দীর্ঘপথ পেরিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি। ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলনে আত্মাহুতি দিতে হয়েছে। আমাদের গণতন্ত্রের প্রতি আকাঙ্ক্ষা প্রমাণ করে শহীদ নূর হোসেনের মতো একটি ছেলে বুকে লিখে প্রতিবাদ জানিয়েছিল।’

এক প্রশ্নে মন্ত্রী বলেন, ‘তারা (জাতীয় পার্টি) একটা দল, আমরা আলাদা দল। সব দেশেই আন্দোলন, নির্বাচনের ইস্যুতে দলগুলো একত্রিত হয়, জোট করে। তার অর্থ এই না মহাজোটের কোন দল ভুল করলে আমরা প্রতিবাদ করব না। আমি মনে করি তাদের বোধদয় হবে। সুস্থ রাজনৈতিক ধারার সাথে নিজেদের সম্পৃক্ত করবে।’

 

ঢাকা/আসাদ/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়