ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাধারণ মানুষ ছাত্রদের আতঙ্ক মনে করে: জিএম কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ১৩ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাধারণ মানুষ ছাত্রদের আতঙ্ক মনে করে: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ছাত্রদের একটি গৌরবোজ্জল ঐহিত্য ছিল। ছাত্ররা শুধু নিজেদের অধিকারই নয়, দেশ ও জাতীর স্বার্থে আন্দোলন সংগ্রাম করে নিজেদের জীবন উৎসর্গ করেছে। কিন্তু বর্তমানে ছাত্রদের সেই গৌরবোজ্জল ঐতিহ্য ম্লান হয়েছে। এখন সাধারণ মানুষ ছাত্রদের ভক্তির পরিবর্তে ভয় পাই, সম্মানের পরিবর্তে আতঙ্ক  মনে করে।

বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, আমরা জাতীয় ছাত্র সমাজকে লাঠিয়াল বাহিনী হিসেবে দেখতে চাই না। আমরা চাই ছাত্রসমাজ লেখাপড়ার পাশাপাশি নিজেদের নেতৃত্বের বিকাশ ঘটাবে। আগামী দিনের নেতৃত্বের জন্য নিজেদের তৈরি করবে ছাত্ররা।

তিনি বলেন, তরুণরা অন্যায়ের প্রতিবাদ করবে, পাশাপাশি অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়াবে।  আমরা জাতীয় ছাত্রসমাজকে নতুন আঙ্গিকে দেখতে চাই। আমরা ক্যাম্পাসভিত্তিক মেধানির্ভর নেতৃত্ব দেখতে চাই জাতীয় ছাত্রসমাজে। যারা মেধা ও চারিত্রিক গুণাবলী দিয়ে দেশের মানুষের মন জয় করবে।

জাতীয় ছাত্রসমাজ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে, সদস্য সচিব ফয়সাল দিদার দিপুর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

তিনি বলেন, বাংলাদেশের ছাত্র রাজনীতিতে জাতীয় ছাত্রসামজের গৌরবোজ্জল ঐতিহ্য রয়েছে।  ছাত্রসমাজ কখনো হল দখল করে না, টেন্ডারবাজি, সন্ত্রাস ও চাঁদাবাজি করে না। হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ মেনে আমাদের রাজনীতিতে অবদান রাখতে হবে।

সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমদে বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এস এম ফয়সল চিশতী, অ‌্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, মোস্তাকুর রহমান মোস্তাক, যুগ্ম মহাসচিব- গোলাম মোহাম্মদ রাজু, মো. নোমান মিয়া, সাংগঠনিক সম্পাদক নির্মল দাস, অ‌্যাডভোকেট  আব্দুল হামিদ ভাষানী, ইফতেকার আহসান হাসান, মিজানুর রহমান মিরু, ছাত্রসমাজ ঢাবি নেতা আব্দুর রহমান রোহান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়েল নেতা এরশাদুল বারী নাছিম, ছাত্রসমাজ নেতা জাকারিয়া অপু, মো. আরিফ আলী, আতা-ই-বারী তানভীর, শাহ আনামুল হক, অয়ন মাহমুদ, আশিকুর রহমান, অর্নব চৌধুরী, নজরুল ইসলাম, সাব্বির হোসেন মিল্লাহ, নাজমুল হাসান রেজা প্রমুখ বক্তব্য রাখেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, সুনীল শুভ রায়, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, আলহাজ আব্দুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, নাজমা আক্তার এমপি, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, সরদার শাহজাহান, আহসান আদেলুর রহমান এমপি, শেখ আলমগীর হোসেন, সুলতান আহমেদ সেলিম, ‌অ‌্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, ফকরুল আহসান শাহজাদা, সুলতান মাহমুদ, শারমিন পারভীন লিজা, নুরুল ইসলাম তালুকদার এমপি, হুমায়ুন খান, আহাদ চৌধুরী শাহিন, এমএ রাজ্জাক খান, সৈয়দা পারভীন তারেক, মাখন সরকার, বেলাল হোসেন, আবু সাঈদ স্বপন, মাহমুদা রহমান মুন্নি।


ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়