ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ছাত্রলীগের মে‌হেদীর বিরু‌দ্ধে অর্থ আত্মসা‌তে‌র অ‌ভি‌যোগ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫২, ১৩ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ছাত্রলীগের মে‌হেদীর বিরু‌দ্ধে অর্থ আত্মসা‌তে‌র অ‌ভি‌যোগ

ক‌মি‌টি‌তে পদ দেয়ার কথা ব‌লে অর্থ আত্মসা‌তের অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপ‌তি মে‌হেদী হাসানের বিরুদ্ধে।

এ নি‌য়ে যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করছে রোজি বেগম নামে এক নারী।

জিডিতে তিনি উল্লেখ করেন, “মেহেদী হাসান ঢাকা মহানগর ছাত্রলীগের সভাপতি সেই সুবাদে আমার পরিচিত। আমার ছোট ছেলে মোহাম্মদ শাকিল হোসেন আনন্দকে (২৪) ছাত্রলীগের যাত্রাবাড়ি থানার সভাপতি পদে নিয়োগ দেওয়ার কথা বলে সে। পরবর্তীতে আমার ছেলেকে কমিটিতে না দিয়ে অন্য জনকে কমিটিতে পদায়ন করেছে।'

এ বিষয়ে আমি তার সাথে কথা বললে সে উত্তেজিত হয়ে আমার এবং আমার ছেলের বড় ধরনের ক্ষতি সাধন করবে বলে ভয়ভীতি প্রদান করে।”

রোজি বেগমের স্বামী জাহাঙ্গির হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘মেহেদী আমার ছেলেকে নেতা বানানোর কথা বলে দুই লাখ টাকা নেয়। কিন্তু কমিটিতে তাকে রাখা হয়নি। অন্য বিবাহিত ছেলেকে দিয়ে কমিটি দেয়। আমি টাকা ফেরত চাইলে সে আমাকে হুমকি দেয়। জাহাঙ্গীর হোসেন নিজেকে ৪৯নং যুবলীগের সভাপতি বলে পরিচয় দেন।'’

তিনি আরো বলেন, ‘আমি দলীয় লোক হওয়ার পরও মেহেদী আমার সাথে এমনটা করেছে। শুধু তাই নয়, সে আরো পাঁচ-ছয় জনের কাছ থেকে এভাবে টাকা নিয়েছে।’

এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রাই‌জিং‌বি‌ডি‌কে বলেন, ‘একটি কমিটি হলে বঞ্চিত‌দের মধ্যে ক্ষোভ থাকে। সেই ক্ষোভ থেকে নানা ধরনের মন্তব্য করেন বঞ্চিতরা। যাত্রাবাড়ী ছাত্রলীগের কমিটি করার ক্ষেত্রে তাই হয়েছে। ’

আর্থিক লেনদেনের বিষয়টি অস্বীকার করেন তিনি।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘মঙ্গলবার এ নিয়ে একটি জিডি হয়েছে। আমরা তদন্ত করছি। তদন্ত শেষ হলে বিষয়টি বিস্তারিত জানা যাবে।’


ঢাকা/পার‌ভেজ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়