ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

অমিত শাহে ক্ষুব্ধ, রোহিঙ্গায় সন্তুষ্টি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ১০ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অমিত শাহে ক্ষুব্ধ, রোহিঙ্গায় সন্তুষ্টি

বিএনপিকে দোষারোপ করে ভারতীয় জনতা পার্টির চেয়ারম্যান অমিত শাহের বক্তব্যে ‘বিক্ষুব্ধ’ হয়েছে বিএনপি। অপরদিকে রোহিঙ্গা গণহত্যা বিষয়ে আন্তর্জাতিক আদালতে মামলা শুরু হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছে দলটি।

মঙ্গলবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা মনে করি যে, এই ধরনের কোনো রাজনৈতিক দলকে ভিন্ন দেশ বা অন্য দেশে সুনির্দিষ্ট করে দোষারোপ করা থেকে তারা বিরত থাকবেন। দুর্ভাগ্যজনকভাবে আজকে তিনি (অমিত শাহ) যে মন্তব্য করেছেন, যেটাতে আমাদেরকে দোষারোপ করা হয়েছে সাম্প্রদায়িক সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্নে। যেটা একেবারে ভিত্তিহীন।’

তিনি বলেন, ‘ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট অমিত শাহ যিনি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করছেন- তার মন্তব্যে আমরা শুধু উদ্বিগ্নই নই, আমরা অত্যন্ত বিক্ষুব্ধও।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা কেউ কখনো আশা করতে পারিনি যে, তাদের দেশের এরকম দায়িত্বশীল নেতা এবং যারা এই অঞ্চলে বেশ প্রভাব নিয়ে আছেন, তাদের কাছ থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে যখন দায়িত্বহীন মন্তব্য আসে, সেটাকে আমাদের কোনো মতেই মেনে নেয়া সম্ভব হয় না। সে কারণে আমরা অমিত শাহের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘ইতিহাস বলে যে, একাত্তর সালের পর থেকে এই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যত অত্যাচার-নির্যাতন-নিপীড়ন হয়েছে। তাদের সম্পত্তি যদি বেদখল হয়ে থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে, তা আওয়ামী লীগের দ্বারাই হয়েছে।’

এক প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘রোহিঙ্গা গণহত্যা বিষয়ে আন্তর্জাতিক আদালতে মামলা শুরু হওয়ায় আমরা সন্তুষ্ট। দুঃখজনক হলো এটা তুলতে হয় গাম্বিয়াকে। বাংলাদেশ এটা তুলতে পারেনি।’

স্কাইপে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি মহাসচিবসহ খন্দকার মোশাররফ হোসেন, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু ছিলেন।


ঢাকা/সাওন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়