ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে আ.লীগ’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ১১ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে আ.লীগ’

খালেদা জিয়ার মুক্তি ইস্যুতে রাজধানীতে কোনো ধরনের সহিংসতা সৃষ্টি করলে তা রাজনৈতিকভাবে মোকাবেলার কথা জানিয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তরের নবনির্বাচিত দুই নেতা।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক বর্ধিত সভায় বক্তব্য রাখতে গিয়ে তারা নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন।

মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, ‘খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে আগের দিনের মতো তারা রাজধানীতে সহিংসতা সৃষ্টি করতে পারে, ভাঙচুর করতে পারে। আমাদের প্রস্তুত থাকতে হবে। তাদেরকে আমরা রাজনৈতিকভাবে প্রতিহত করব। পাশাপাশি আইনপ্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করব।’

কোনো বিতর্কিত ও খারাপ নেতাকে আগামীতে কমিটিতে রাখা হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘নেত্রী আমাদের কী ম্যাসেজ দিয়েছেন তা আমরা বুঝতে পারি। আমরা ডানে-বামে কোথাও তাকাব না। নেত্রীর ম্যাসেজ অনুযায়ী সংগঠন চলবে।’

মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মান্নান কচি বলেন, ‘বিএনপি-জামায়াত আবারো মাঠে নামার পায়তারা করছে। কিন্তু তাদের কোনোভাবেই মাঠে নামতে দেয়া হবে না। চারিদিকে নজর রাখতে হবে।’

মহানগর উত্তরে ত্যাগী, পরীক্ষিত এবং সমাজের গ্রহণযোগ্য অবস্থান রয়েছে এমন কর্মীবান্ধব ব্যক্তিত্বকে নেতৃত্বে আনা হবে জানিয়ে মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বলেন, ‘টাকা পয়সা দিয়ে নেতা হওয়ার দিন শেষ। এমন কাজে কেউ সংশ্লিষ্ট থাকলে তার বিরুদ্ধে সাথে সাথে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’ 

এ সময় কোনো নেতা নয় শুধু বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামে শ্লোগান এবং পোস্টারে তাদের ছাড়া আর কারো ছবি ব্যবহার না করার নির্দেশ দেন মান্নান কচি।

বর্ধিত সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।


ঢাকা/পারভেজ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়