ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিটি ভোট নিয়ে দলের বিশ্লেষণ চান নাসিম

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিটি ভোট নিয়ে দলের বিশ্লেষণ চান নাসিম

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি কেন কম, তা নিয়ে দলের বিশ্লেষণ প্রয়োজন বলে মনে করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

রোববার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘এত উন্নয়নের পরে, এত সফলতার পরেও ভোট দিতে ভোটারদের কেন অনীহা হচ্ছে। কেন মানুষ ঘর থেকে বের হয়ে ভোট দিতে যাচ্ছে না। এর জন্য উপলব্ধি করতে হবে। আত্মউপলদ্ধি করার সময় এসে গেছে।’

‘আজকে এটা নিশ্চয়ই উপলব্ধি করতে হবে, কোথায় আমাদের ঘাটতি আছে, সেটা দেখতে হবে। সেটা না হলে আমাদের জন্য ভবিষ্যৎ ভালো থাকবে না। চক্রান্তকারীরা এখনো কিন্তু বসে নেই। তারা আবার চক্রান্ত করছে। যেকোনো সময় ছোবল মারতে পারে। এজন্য আত্মতুষ্টির কোনো সুযোগ নেই’, বলেন তিনি।

আওয়ামী লীগের প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের তৃতীয় প্রয়াণ দিবস উপলক্ষে এ সভার আয়োজন করে ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’।

ভোট প্রয়োগে ভোটারদের অনীহা কেন সেই প্রশ্ন রেখে মোহাম্মদ নাসিম বলেন, ‘মানুষ কেন ঘর থেকে বেরিয়ে ভোট দিতে যাচ্ছে না। সমস্ত শহরে গ্রামে আজকে অর্থনৈতিক জোরদার হয়েছে। আমাদের ভুল নাই তা বলবো না। ভুলত্রুটি অবশ্যই আছে। সব সরকারের ভুল আছে, আমাদেরও ভুল আছে। আমি বলতে চাই কেন মানুষ আজকে অনীহা প্রকাশ করছে। নিশ্চয়ই কোনো গলদ আছে।’

ঢাকা শহরকে আধুনিক পরিস্কার-পরিচ্ছন্ন নগরী গড়তে দুই নব নির্বাচিত মেয়রকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘শহরকে পরিচ্ছন্ন করতে হবে, মশামুক্ত করতে হবে। সুন্দর শহরে পরিণত করতে হবে। আপনারা এখন থেকে কাজ শুরু করেন।’

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সৈয়দ হাসান ইমাম, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

 

ঢাকা/পারভেজ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়