ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

যানবাহনে ছাত্রলীগের স্টিকার ব্যবহারে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ১৪ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যানবাহনে ছাত্রলীগের স্টিকার ব্যবহারে নিষেধাজ্ঞা

যে কোনো যানবাহনে ছাত্রলীগের লোগো ব্যবহার না করার নির্দেশ দিয়েছে ছাত্রলীগের শীর্ষ দুই নেতা।

শুক্রবার ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ছাত্রলীগের লোগো সংবলিত স্টিকার কোনো যানবাহনে ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

প্রসঙ্গত, সংগঠনটির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন ব্যক্তি মোটরসাইকেলসহ যানবাহনে ছাত্রলীগের লোগো সংবলিত স্টিকার ব্যবহার করেন। এমনকি অনেকে নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। যেটি ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করে।

 

ঢাকা/ইয়ামিন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়