ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘শহীদদের আত্মদান প্রতিটি সংগ্রামের অনুপ্রেরণা’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ২০ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘শহীদদের আত্মদান প্রতিটি সংগ্রামের অনুপ্রেরণা’

ফাইল ফটো

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে দেশবাসীসহ বিশ্বভাষাভাষীদের শুভেচ্ছা জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

বৃহস্পতিবার এক বাণীতে তিনি বলেন, ‘একুশে ফেব্রুয়ারি শুধু ভাষা আন্দোলনের স্মৃতিময় দিন নয়, দেশের স্বাধীনতারও বীজ রোপিত হওয়ার দিন এটি। বায়ান্নর ভাষা আন্দোলনের রক্তক্ষয়ী এই দিনটি এখন আর শুধু শোক ও বেদনার দিন নয়, বরং জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সব মানুষের, সব ভাষার অধিকার প্রতিষ্ঠার সর্বজনীন উৎসবের দিন।’

রওশন এরশাদ বলেন, ‘‘একুশের শহীদদের আত্মবলিদান বাঙালিকে প্রতিরোধ গড়ে তোলার সাহস জুগিয়েছে। এ সাহসই ছিল ১৯৭১ পর্যন্ত প্রতিটি আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণা। আর বাংলাভাষী জনগণের রাষ্ট্র বাংলাদেশকে এগিয়ে নিতে হলে এই প্রেরণাকে বুকে লালন করতে হবে। সর্বোপরি বাংলাভাষা প্রতিষ্ঠার দায় পূরণেও উদ্যোগী হতে হবে।

‘ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের হার না মানা চেতনাকে সঙ্গী করে দেশ গঠনে ব্রতী হলে কাঙ্খিত সাফল্য অর্জন করা সম্ভব হবে। একটি সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ প্রতিষ্ঠায় এ অপরাজেয় চেতনা হোক আমাদের নিত্যসঙ্গী।”

এসময় সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন রওশন এরশাদ।


ঢাকা/নঈমুদ্দীন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়