ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আমরা আজ শপথ নিচ্ছি...

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৪, ২১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আমরা আজ শপথ নিচ্ছি...

ফাইল ফটো

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শপথ নেওয়ার কথা জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে দলীয় নেতা কর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আজকের এই মহান দিনে আমরা শপথ গ্রহণ করছি, আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনব এবং খালেদা জিয়াকে মুক্ত করব।’

তিনি বলেন, ‘‘গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটক করে রেখেছে। সমগ্র জাতি যখন আজকের এই মহান দিবসটি পালন করছে তখন আমরা বলতে বাধ্য হচ্ছি, দেশে কোনো গণতন্ত্র নেই, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। আইনের শাসন নেই এবং দেশে কোনো ন্যায় বিচার নেই।

‘দেশে সেই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, দেশনেত্রীকে খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আমরা আজ শপথ নিচ্ছি- আমরা দেশে গণতন্ত্র ফিরিয়ে আনব।’

মির্জা ফখরুল বলেন, ‘বাঙালি জাতি বুকের তাজা রক্ত দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। রাষ্ট্রভাষা আন্দোলনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ভিত্তি রচনা করেছিল ৫২ ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে আমরা মুক্তিযুদ্ধ করেছি, স্বাধীন রাষ্ট্র এবং আমাদের একটি পতাকা পেয়েছি।’

তিনি বলেন, ‘দুর্ভাগ্যের বিষয়, গণতন্ত্রের যে চেতনা আজকের ৬৮ বছর পরেও বর্তমান দখলদার সরকার জনগণের সকল অধিকারকে হরণ করেছে। সরকার ভোটের অধিকার হরণ করে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়ে একদলীয় রাষ্ট্র তৈরি করার সবধরণের অপকৌশল চালাচ্ছে।’


ঢাকা/সাওন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়