ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

যশোর-৬ উপ-নির্বাচনে জাপার প্রার্থী হাবিবুর রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৮, ২৬ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যশোর-৬ উপ-নির্বাচনে জাপার প্রার্থী হাবিবুর রহমান

যশোর-৬ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন হাবিবুর রহমান।

বুধবার দলের বনানী অফিসে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপ-নির্বাচনে দলের প্রার্থী হিসেবে হাবিবুর রহমানের মনোনয়ন পত্রে স্বাক্ষর করেন।

২৯ মার্চ যশোর-০৬ আসনে অনুষ্ঠেয় উপ-নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করবেন তিনি।

ছাত্র সমাজের পরিচিতি সভা ২৯ ফেব্রুয়ারি

২৯ ফেব্রুয়ারি বেলা ১১টায় মৌচাক মার্কেটের পঞ্চম তলায় ‘ইউরো গার্ডেন চাইনিজ রেস্তোরায়’ জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

বিশেষ অতিথি হিসেবে পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, মুজিবুল হক চুন্নু এমপি ও অ্যাডভোকেট সালামা ইসলাম এমপি এবং জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপির উপস্থিত থাকার কথা রয়েছে।


ঢাকা/নঈমুদ্দীন/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়