ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘পাপিয়াকে গ্রেপ্তার করতে নির্দেশ দিতে হবে কেন?’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ২৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘পাপিয়াকে গ্রেপ্তার করতে নির্দেশ দিতে হবে কেন?’

শামীমা নূর পাপিয়াকে গ্রেপ্তার করতে কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ দিতে হবে- এ বিষয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সংগ্রামী দল আয়োজিত এক আলোচন সভায় মান্না এ প্রশ্ন তুলেন।

মঙ্গলবার সেতু ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে শামিমা নূর পাপিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পাপিয়াকে গ্রেপ্তার করতে নাকি প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। পাপিয়াকে গ্রেপ্তার করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিতে হবে কেন? পাপিয়া একটি জেলার সাধারণ সম্পাদক। এ ধরনের একটি পদে কেন্দ্রীয় নেতারা কী না জেনে শুনে নির্বাচিত করে? দায়িত্ব দেওয়ার আগে কী খোঁজখবর নেন না? যদি এমন হয় যখন দায়িত্ব দিয়েছিল তখন তিনি এমন ছিলেন না, তাহলে বুঝতে হবে সাধারণ সম্পাদক হওয়ার পর তিনি নষ্ট হয়েছেন।’

মাহমুদুর রহমান মান্না বলেন, পুরান ঢাকায় দুই ভাইয়ের বাড়িতে একটি ব্যক্তিগত ব্যাংক; তাদের নামে কী মামলা হয়েছে? এতদিন তাদের ধরা হলো না কেন? এই সংক্রান্ত আমরা কিছু জানতে পারলাম না। কথা হচ্ছে, মাত্র দুই কোটি টাকার জন্যে মামলা এবং সাজা হলো খালেদা জিয়ার। এটা কোনো মামলা-ই না। এই মামলার প্রতিবাদ করতে হলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

সভায় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দন আহমেদ, শামসুজ্জামান দুদু প্রমুখ।

 

ঢাকা/নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়