ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিএনপির অযৌক্তিক দাবির জবাব দেয়ার প্রয়োজন মনে করি না

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ২৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপির অযৌক্তিক দাবির জবাব দেয়ার প্রয়োজন মনে করি না

‘বিএনপি থেকে অনেক কিছুই দাবী করা হয় যা অযৌক্তিক। সেগুলোর জবাব দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। সেগুলোর বিচার আপনারা করবেন, জনগণ করবেন।’

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে খালেদা জিয়ার জামিনের আবেদন নাকচ করা হলে বিএনপির প্রতিক্রিয়ার জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিকালে তার গুলশানের অফিসে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা বলেন।

খালেদার জামিনের আবেদন নাকচ করা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এর আগে আপিল বিভাগে খালেদা জিয়ার জামিনের আবেদন করা হলে, কিছু পর্যবেক্ষণ দিয়ে আপিল বিভাগ তা খারিজ করে দিয়েছিলেন। তারপরও খালেদা জিয়ার আইনজীবীরা হাইকোর্ট বিভাগে জামিনের আবেদন করেছেন। আদালত অত্যন্ত গভীরভাবে দেখার পরেই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। এখানে কিছু বলার নেই।’

‘খালেদা জিয়ার অনুমতি না পাওয়ার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা তার চিকিৎসা শুরু করতে পারছেন না’ জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ হলে তার চিকিৎসার জন্য অনুমতি দেয়াটাই স্বাভাবিক। কিন্তু তিনি সেটা দিচ্ছেন না। এই যে তিনি অনুমতি দিচ্ছেন না এটাকে আমি অস্বাভাবিকতা মনে করছি।’


ঢাকা/নঈমুদ্দীন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়