ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জনগণকে দমিয়ে রেখে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩০, ২৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জনগণকে দমিয়ে রেখে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে : ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে দমিয়ে রেখে, মানুষের আকাঙ্খাকে দমিয়ে রেখে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে।

শনিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে। তারই ধারাবাহিকতায় তারা সমাবেশ করতে দিচ্ছে না। র‌্যালি করতে অনুমতি দেয় না। এটা এখন একটি গতানুগতিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ থাকার পরও জামিন দেওয়া হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ‘এটা ষড়যন্ত্রমূলকভাবে দেয়া হচ্ছে না। আমরা চেষ্টা করছি, জনগণকে সংগঠিত করে দেশনেত্রীকে ফিরিয়ে আনবার জন্য।’

আপনারা বলেছিলেন, পুলিশের অনুমতি ছাড়াই সমাবেশ করবেন সাংবাদিকদের এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, ‘আমরা চেষ্টা করছি, আমাদের পক্ষে যতটুকু সম্ভব করার।’

খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার দুপুর ২টায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। কিন্তু পুলিশের কাছ থেকে তার অনুমতি মেলেনি।

 

ঢাকা/সাওন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়