ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৭, ২৯ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে’

ফাইল ফটো

‘ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

‘বিচার বিভাগের স্বাধীনতা এবং আজকের বাস্তবতা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কোন পথে?’ শীর্ষক এ সভার আয়োজন করে জাতীয়তাবাদী তাঁতীদল।

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘‘ধৈর্য‌্য সহ‌্যের একটা সীমা থাকে। সেই সীমা আমার মনে হচ্ছে শেষ পর্যায়ে চলে এসেছে। আমাদের পেছনে দেওয়াল, আর পেছানোর জায়গা নেই। তাই আমাদের এখন সতর্ক হতে হবে।

‘দেশের গণতন্ত্রকে মুক্ত করার জন্য, দেশকে মুক্ত করার জন্য, সর্বোপরি দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার জন্য যেখান থেকে ডাক আসুক আমাদের চলে যাওয়া দরকার। আমার মনে হয়, মানুষ সেই জন্য অপেক্ষা করছে। সেই ডাকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেবে।”

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘এখন পর্যন্ত অনেক দিবস নির্ধারিত হয়েছে। আসুন আমরা আরেকটা দিবস নির্ধারণ করি। যে দিবস হবে বাংলাদেশকে রক্ষা করার দিবস, যে দিবস হবে বাংলাদেশের গণতন্ত্র মুক্তি দিবস, যে দিবস হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার দিবস।’

সভায় সভাপতিত্ব করেন তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ। সঞ্চলনা করেন সদস্য সচিব হাজী মজিবুর রহমান।

এতে আরো উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।

 

ঢাকা/সাওন/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়