ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

জাপার যুগ্ম সাংগঠনিক সম্পাদক হলেন সুজন দে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাপার যুগ্ম সাংগঠনিক সম্পাদক হলেন সুজন দে

জাতীয় পার্টির নতুন কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাংবাদিক সুজন দে।

রোববার পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের রাজধানীর বনানী অফিসে সুজনের হাতে যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে নিয়োগের চিঠি তুলে দেন। এ সময় দলের প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুইয়া, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ উপস্থিত ছিলেন।

সুজন দে দীর্ঘ ১৫ বছর ধরে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। জাতীয় পার্টির রাজনীতির পাশাপাশি তিনি দৈনিক ভোরের ডাক পত্রিকায় জ‌্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন।

এর আগে সুজন দে বিদায়ী কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও নির্বাহী সদস্য ছিলেন। তিনি একই সঙ্গে ঢাকা মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

ঢাকা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য, জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলার হাত ধরে ২০০৫ সালে জাতীয় পার্টির রাজনীতিতে আসেন সুজন দে। পরবর্তী সময়ে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ডেমরা থানার কমিটির আহ্বায়ক হন।

জাতীয় পার্টির রাজনীতির পাশাপাশি সুজন দে সার্ক কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক, আন্তর্জাতিক হিউম্যান রাইটস কমিশনের বাংলাদেশ চ্যাপ্টারের যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, শ্রীকৃষ্ণ সেবা সংঘ, বাংলাদেশের সদস্য সচিব ও মহানগর সার্বজনীন পূজা কমিটির সদস্য।

 

ঢাকা/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ