ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

যেখানে সেখানে বঙ্গবন্ধুর ম্যুরাল নয়: কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ৫ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যেখানে সেখানে বঙ্গবন্ধুর ম্যুরাল নয়: কাদের

বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট্রের অনুমতি ছাড়া মুজিববর্ষে অতিউৎসাহী হয়ে যেখানে সেখানে বঙ্গবন্ধুর ম্যুরাল না করতে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মুজিববর্ষ উপলক্ষে ঢাকার আশপাশের জেলা ও মহানগর নেতাদের নিয়ে বৈঠকে এই নির্দেশ দেন তিনি।

পরিমিতিবোধের মধ্যে মুজিববর্ষ উদযাপনে দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশনার কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ‘কর্মসূচি পালনের নামে কোনো বাড়াবাড়ি না করতে নির্দেশনা দিয়েছেন নেত্রী। মুজিববর্ষে অতিউৎসাহী হয়ে কোনো কর্মকাণ্ডে যাতে লিপ্ত না হয়—সে বিষয়ে নজর দিতে হবে।’

তিনি বলেন, ‘এখানে ওখানে ম্যুরাল করা একটা ফ্যাশন হয়ে গেছে। অনেক জায়গায় অনেকে প্রস্তুতি নিচ্ছেন। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট্রের অনুমতি ছাড়া কোথাও কোনো ম্যুরাল স্থাপন করা যাবে না।’

মুজিববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে ব‌্যানারে নেতা-কর্মীদের নিজের ছবি ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন ওবায়দুল কাদের। বিনয় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুজিববর্ষ উদযাপন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘ক্ষমতার বাড়াবাড়ি কেউ দেখাতে পারবেন না।’

মুজিববর্ষে ভেদাভেদ ভুলে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ বড় দল, ছোটো-খাটো সমস্যা থাকে। মুজিববর্ষে সুদৃঢ় ঐক্য বজায় রাখবেন। কোনো অবস্থায় দলের মধ্যে কোনো কলহ-কোন্দল আশ্রয়-প্রশ্রয় দেয়া যাবে না। মনে রাখবেন নিজেরা যদি নিজেদের শত্রু হন, তাহলে আপনাদের ক্ষতি করার জন্য বাইরের শক্তি প্রয়োজন হবে না।’

এ সময় আওয়ামী লীগের নেতাদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন উপস্থিত ছিলেন।


ঢাকা/পারভেজ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়