ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

ভোটে করোনার প্রভাব পড়বে না: মহিউদ্দিন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩১, ৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভোটে করোনার প্রভাব পড়বে না: মহিউদ্দিন

ঢাকা-১০ আসনের উপ নির্বাচনে করোনোভাইরাসের কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন।

সোমবার (৯ মার্চ) ওই আসনের ১৫নং ওয়ার্ডে চৌধুরী কমিউনিটি সেন্টার থেকে গণসংযোগ শুরু করে এক পথসভায় তিনি বলেন, ‘করোনাভাইরাস নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। আমাদের সকলের সচেতন হতে হবে। সকলে সম্মিলিতভাবে উদ্ভূত পরিস্থিতির মোকাবিলা করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা মনে করি এতে করে ভোটে কোনো প্রভাব পড়বে না। কারণ, ভোটারদের ভোটদানে আমরা উদ্বুদ্ধ করছি। ভোটাররা ভোটদান করতে আগ্রহ প্রকাশ করছেন।’

জনগণের অধিকার আদায়ে আওয়ামী লীগের অবদান তুলে ধরে মহিউদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশের আপামর জনগণের দল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী লীগ এর প্রতিষ্ঠাতা। কোনো সেনানিবাস থেকে এই দলের জন্ম হয়নি। ১৯৫২ এর ভাষা আন্দোলন, ১৯৬৯ এর গণ অভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্ব দান করেছে। মানুষের ভোটের অধিকার আদায়ে সংগ্রাম করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।‘

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘স্বাধীনতা, উন্নয়ন ও অগ্রযাত্রার প্রতীক নৌকাকে বিজয়ী করতে আমাদের সর্বাত্মকভাবে কাজ করতে হবে। আগামী ২১ মার্চের নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করেই আমরা ঘরে ফিরবো।’

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শেদ কামাল, ধানমন্ডি থানা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক ও ১৫নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম বাবলাসহ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

ঢাকা/পারভেজ/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়