ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘বঙ্গবন্ধুকে যারা শ্রদ্ধা জানাচ্ছে না, তারা বিশ্বাসঘাতক’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৮, ১৭ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বঙ্গবন্ধুকে যারা শ্রদ্ধা জানাচ্ছে না, তারা বিশ্বাসঘাতক’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে যারা শ্রদ্ধা জানাচ্ছেন না তাদের ‘বিশ্বাসঘাতক’ হিসেবে অভিহিত করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা।

স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলে এ কথা বলেন জোটটির নেতারা। কেন্দ্রীয় ১৪ দল এই কর্মসূচির আয়োজন করে।

১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘‘আজকে সারা বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে জন্মশতবার্ষিকী পালন করছে। অথচ কয়েকজন বিশ্বাসঘাতক বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে কুণ্ঠাবোধ করছে।

‘তারা বঙ্গবন্ধুকে ছোট করতে গিয়ে নিজেরাই ছোট হয়ে যাচ্ছে। আমি আশা করব তাদের শুভ বুদ্ধির উদয় হোক। তারাও বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে আসবে।’

সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘ইতিহাসকে কেউ নির্বাসনে পাঠাতে পারে না। যারা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে হত্যা করে নির্বাসনে পাঠাতে চেয়েছিল, তারাই ইতিহাসের জঞ্জালে পরিণত হয়েছে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্বমহিমায় উজ্জল হয়ে আছেন মন্তব্য করে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু সোনার খনি। এই সোনার খনি থেকে আদর্শ, চিন্তা চেতনা, সততা, নিষ্ঠা খুঁড়ে বের করতে হবে। বঙ্গবন্ধুর সোনার খনি আবিস্কার করে এখান থেকে নিজেরা অনুসরণ করতে হবে।’

তরিকত ফেডারেশন চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারির সভাপতিত্বে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

ঢাকা/পারভেজ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়