ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মোদিকে জাপা চেয়ারম্যানের অভিনন্দন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ১৮ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোদিকে জাপা চেয়ারম্যানের অভিনন্দন

মুজিববর্ষ উপলক্ষে ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তব্যের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদিকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। বুধবার (১৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান।

জিএম কাদের বলেন, ‘আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিস্মরণীয় অবদানকে স্মরণ করে বন্ধুরাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী যে অতুলনীয় বক্তব্য দিয়েছেন, তার জন্য তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণজনিত উদ্ভূত পরিস্থিতিতে মোদি মুজিববর্ষে বাংলাদেশ সফর করতে না পারলেও ভিডিও কনফারেন্সে তার জ্ঞানদীপ্ত ভাষণের তিনি এদেশের জনগণের প্রতি আন্তরিকতা দেখিয়েছেন।’ তিনি বলেন, ‘আমি মনে করি, তার এই ভাষণে বাংলাদেশ-ভারতের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বেগবান হবে। দুই দেশের জনগণের মধ্যে বিরাজমান সম্পর্ক আরও গভীর করবে। একইসঙ্গে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের পথকে সুগম করবে।’

মোদি তার ভাষণে বঙ্গবন্ধুকে উপযুক্ত প্রশংসায় সিক্ত করে সম্মান দেখিয়েছেন মন্তব্য করে জিএম কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর সুউচ্চ মর্যাদাকে আরও সমুন্নত করে তুলেছেন। এটা আমাদের জাতির জন্য অনেক গৌরবের। একইসঙ্গে তিনি বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন। আমাদের দ্বি-পাক্ষিক সম্পর্কের সোনালি অধ্যায়ের কথা উল্লেখ করেছেন। এই সম্পর্ক আগামী দিনে যে আরও অগ্রগতির পথে এগিয়ে যাবে, মোদি তারও আভাস দিয়েছেন। তার বক্তব্য আমাদের আশান্বিত ও অনুপ্রাণিত করেছে।’

জিএম কাদের বলেন, ‘আমরা যেমন স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকীতে পদার্পণ করতে যাচ্ছি, ভারতের জনগণও দুই বছর পর স্বাধীনতার পঁচাত্তরতম বার্ষিকী পালন করবে। এই উৎসবের মধ্য দিয়ে আমাদের বন্ধুত্বের সেতুবন্ধন আরও সুদৃঢ় হবে, এটা মোদির মতো আমিও বিশ্বাস করি।’নরেন্দ্র মোদির ভাষনের প্রশংসা করে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করেন জাপা চেয়ারম্যান। 


ঢাকা/নঈমুদ্দীন/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়