ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘কেন্দ্রের বাইরে ভিড়, ভেতরে ফাঁকা’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৪, ২১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘কেন্দ্রের বাইরে ভিড়, ভেতরে ফাঁকা’

ঢাকা-১০ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণের সময় তিন ঘণ্টা পার হলেও ভোটার উপস্থিতি কম। তবে কেন্দ্রের বাইরে ভিড় রয়েছে।

শনিবার (২১ মার্চ) রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা কলেজ, গজমহল ট্যানারি সরকারি বিদ্যালয় ও হাজারীবাগের জরিনা শিকদার বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে।

ঢাকা কলেজে ভোটকেন্দ্রে আসা সুমন হাসান নামে এক ভোটার রাইজিংবিডিকে বলেন, ‘যাকে ভোট দিলে উন্নয়ন হবে তাকেই ভোট দেবো।’

জরিনা শিকদার বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে আসা আহসান নামে এক ভোটার রাইজিংবিডিকে বলেন, ‘ভোটকেন্দ্রের বাইরে নেতাকর্মীদের ভিড়। কিন্তু কেন্দ্রের ভেতরে ফাঁকা।’

জরিনা শিকদার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আবির হোসেন বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। তবে ভোটার উপস্থিতি কম। কেন্দ্রের বাইরে ভিড় আছে।’  

উপনির্বাচন ও করোনা আতঙ্কে ভোটগ্রহণ শুরুর পর বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারের উপস্থিতি কম দেখা গেছে।



ঢাকা/আসাদ/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়