ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

দিনাজপুরে শ্রমিকের মৃত্যুতে শ্রমিক ফ্রন্টের নিন্দা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ২৬ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দিনাজপুরে শ্রমিকের মৃত্যুতে শ্রমিক ফ্রন্টের নিন্দা

দিনাজপুরের বিরল উপজেলায় রুপসী বাংলা জুট মিলে বকেয়া মজুরির দাবিতে আন্দোলনকারী শ্রমিকদের ওপর হামলায় এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কমিটির সভাপতি রাজেকুজ্জামান রতন এবং সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল এ নিন্দা জানান।

পাশাপাশি শ্রমিক হত্যার জন্য দায়ীদের বিচার ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণসহ বকেয়া মজুরি পরিশোধের দাবি জানান তারা।

বিবৃতিতে তারা বলেন, সারা দেশের শ্রমজীবী মানুষ যখন করোনা সংক্রমণের উদ্ভূত পরিস্থিতিতে অসহায় বোধ করছে।  এ সময় মালিকরা শ্রমিকদের অগ্রিম বেতন দিয়ে শ্রমিকদের রক্ষা করার পরিবর্তে শ্রমিকদের মজুরি বকেয়া রাখার মতো কাজ করছে।  অথচ এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে সরকার-প্রশাসন মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে উল্টো প্রাপ্য মজুরি চেয়ে আন্দোলনরত শ্রমিকদের হামলা হচ্ছে।

শ্রমিক হত্যার জন্য দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা, নিহত শ্রমিকের পরিবারকে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ, আহত শ্রমিকদের চিকিৎসা-ক্ষতিপূরণের ব্যবস্থাসহ সব শ্রমিকের বকেয়া মজুরি পরিশোধ করার দাবি জানান তারা।


মামুন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়