ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিএনপি মানুষের পাশে দাঁড়াচ্ছে না, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপি মানুষের পাশে দাঁড়াচ্ছে না, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

বিএনপি মানুষের পাশে দাঁড়াচ্ছে না বলে অভিযোগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (৫ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ অভিয়োগ করেন তিনি।

বিএনপি সরকারের সমালোচনা করছে, উল্লেখ করে জাহিদ মালেক বলেন, ‘এই সমালোচনায় আমাদের কাজ করার আগ্রহ আরো বৃদ্ধি পাচ্ছে। বিএনপি বলেছে, আমাদের এখানে কোনো কাজ হচ্ছে না। কিন্তু আমি বলতে চাই বিএনপির নেতৃবর্গকে, আপনারা কি একটি মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন? কোনো সেবা দিয়েছেন? আমরা তো কোথাও দেখতে পাইনি। আপনাদের আহ্বান করব, আপনারা মানুষের পাশে দাঁড়ান। মানুষকে সেবা দিন।’

করোনায় আক্রান্তের সংখ্যা আগের চেয়ে বেড়েছে, উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের সবার এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। নিয়ম মেনে চলা উচিত। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, মন্ত্রণালয় এবং ডিজি অফিস যেটা বলছে, সেটা মেনে চললে আমরা এই করোনাভাইরাসকে প্রতিহত করব এবং এই যুদ্ধে আমরা জয়লাভ করতে পারব।’


ঢাকা/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়