ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ক‌রোনা সংক‌টে যুবলী‌গের ফ্রি অ্যাম্বু‌লেন্স সেবা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৩, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ক‌রোনা সংক‌টে যুবলী‌গের ফ্রি অ্যাম্বু‌লেন্স সেবা

‌বাংলা‌দে‌শে ক‌রোনাভাইরা‌সের প্রাদুর্ভাব বাড়ায় রোগীদের যাতায়াতের সংকট বিবেচনা করে ফ্রি অ্যাম্বু‌লেন্স সেবা শুরু ক‌রে‌ছে যুবলীগ।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এক যৌথ বিবৃতিতে বলেন, নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার কারণে বাংলাদেশের মানুষ আজ সংকটময় সময় পার করছেন। ঢাকা মহানগরের রোগীদের যাতায়াতের সংকট বিবেচনা করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ দুটি অ‌্যাম্বুলেন্স ঢাকা মহানগরে ২৪ ঘণ্টা ফ্রি সার্ভিস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তারা জানান, যুবলীগের ফ্রি অ‌্যাম্বুলেন্স সার্ভিস নেওয়ার জন্য সার্বক্ষণিক (০১৭১২০৪১০০৮ ও ০১৭১২০৩৮২৫৩৭) মোবাইল নম্বরে যোগাযোগ করা যা‌বে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতারা সামাজিক দূরত্ব বজায় রেখে এবং জন সমাগম পরিহার করে সামর্থ্য অনুযায়ী কর্মহীন মানুষকে সহযোগিতা অব‌্যাহত রাখার অনুরোধ করছেন। একইস‌ঙ্গে করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘরে থাকার কর্মসূচি সফল করার অনুরোধ করছেন এবং আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেন যুবলীগ নেতারা।


পার‌ভেজ/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়