ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সমন্বিত জাতীয় উদ্যোগ গ্রহণের আহবান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সমন্বিত জাতীয় উদ্যোগ গ্রহণের আহবান

করোনা সংকট মোকাবিলায় সমন্বিত জাতীয় উদ্যোগ গ্রহণের জন্য অবিলম্বে সর্বদলীয় সভা ডাকার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জোটের এক সভা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়।  সভা থেকে এই আহবান জানানো হয়।

নেতারা বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ পৃথিবীর কোনও দেশের সরকারের পক্ষে এককভাবে মোকাবিলা করা সম্ভব হচ্ছে না।  আমাদের দেশেও সরকার বা সরকারি দলের একার পক্ষে এ সংকট মোকাবিলা সম্ভব না বিধায় আমরা শুরু থেকেই এ পরিস্থিতিকে ‘জাতীয় দুর্যোগ’ ঘোষণা করে সব রাজনৈতিক দল, সামাজিক শক্তি, চিকিৎসক, বিজ্ঞানী-বিশেষজ্ঞদের ঐক্যবদ্ধ করে সমন্বিত জাতীয় উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছি।

সভা থেকে সব রাজনৈতিক দল, সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ করে দ্রুত এ সংকট মোকাবিলায় সমন্বিত জাতীয় উদ্যোগ গ্রহণের জন্য সর্বদলীয় সভা আহ্বানের জন্য পুনরায় সরকারের প্রতি দাবি জানানো হয়।


মামুন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়