ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনা মোকাবিলায় সরকারের ‘ছায়াসঙ্গী’ হতে চায় ১৪ দলের শরিকরা

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩১, ২৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা মোকাবিলায় সরকারের ‘ছায়াসঙ্গী’ হতে চায় ১৪ দলের শরিকরা

করোনা মোকাবিলায় দলীয়ভাবে কাজের আগ্রহ নেই ১৪ দলীয় জোটের শরিকদের। বরং এই মহামারি প্রতিরোধে শরিক দলগুলো আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ‘ছায়াসঙ্গী’ই হতে চায়। সরকারের বিভিন্ন পদক্ষেপ সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই শরিকরা পরিকল্পনা নিয়ে রেখেছেন। শরিক দলগুলোর নেতাদের সঙ্গে আলাপকালে তাদের এমন মনোভাবের কথা জানা গেছে।

বেশিরভাগ শরিক দলের আর্থিক ও সাংগঠনিক সীমাবদ্ধতার কথা উল্লেখ করে নেতারা বলছেন, এই মহামারিতে রাজনৈতিক দল বা সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে এককভাবে কাজ করা বড় কথা নয়।  এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে সরকার যা, তাতে সহযোগিতা করা।

তারা বলছেন, ত্রাণ বিতরণসহ সার্বিক বিষয়ে সমন্বয় ও প্রশাসনকে সহযোগিতার জন্য আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ডে কমিটি করতে নির্দেশ দিয়েছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শরিক দলের নেতারাও সাংগঠনিক জেলাগুলোয় সরকার ও প্রশাসনকে সহায়তার জন্য কমিটি করছেন। কমিটিগুলোর সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

জানতে চাইলে ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, ‘করোনার শুরু থেকেই আমরা সাধ্যমতো মানুষের পাশে দাঁড়িয়েছি। কখনো তাদের সচেতন করেছি।  কখনো ত্রাণ নিয়ে পাশে দাঁড়াচ্ছি।  দবে, দলীয়ভাবে করার চেয়ে সরকারকে সহযোগিতায় কাজ করছি বেশি।’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি করোনা মোকাবিলায় জেলা কমিটিগুলোকে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে রূপান্তর করেছে বলে জানিয়েছেন দলটির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘আমরা কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছি। ত্রাণ নিয়ে জেলা, উপজেলা পর্যায়ে আমাদের নেতাকর্মীরা ছুটে যাচ্ছেন।’

মেনন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য করোনা মোকাবিলায় সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে, তাতে সহযোগিতা করা। এজন্য শরিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দিয়েছি।’

প্রায় অভিন্ন তথ্য দিলেন জাতীয় সমাজাতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুও। তিনি  বলেন, ‘ত্রাণসহ সার্বিক বিষয় সমন্বয় করতে ওয়ার্ড পর্যায়ে সরকার যে তালিকা করেছে, সেই তালিকার সঙ্গে সমন্বয় করে জাসদও কাজ করছে। সরকারের এই উদ্যোগে মানুষ যেন উপকৃত হয়, সেলক্ষ্যে  আমরা কাজ করে যাচ্ছি।’

ইনু বলেন, ‘করোনা রোগীর চিকিৎসায় যেন কোনো গাফিলতি না হয়, সাধারণ রোগীরাও যেন চিকিৎসা পায়, সে বিষয়ে সরকারকে সহযোগিতা করছে জাসদ। এছাড়া, যেখানে ডাক্তার বা স্বাস্থ্যকর্মীকে সহায়তা করা দরকার, সেখানে তা করছে। জাসদ এসব বিষয় মনিটরিংয়ের কাজও করছে।’

জানতে চাইলে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, ‘আমরা সরকার থেকে বিচ্ছিন্ন নই।  তাই সরকারের সব উদ্যোগ যেন সফল হয়, সে লক্ষ্যে শরিকরা   কাজ করছে।’ সাম্যবাদী দল সরকারকে সহযোগিতা করতে সার্বক্ষণিত প্রস্তুত বলেও তিনি জানান।


পারভেজ/এনই

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়