ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মিথ্যাচারের রাজনীতি পরিহার করুন, বিএনপিকে কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৮, ২৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিথ্যাচারের রাজনীতি পরিহার করুন, বিএনপিকে কাদের

বিএনপি গুজবনির্ভর মিথ্যাচারের নেতিবাচক রাজনীতি করছে অভিযোগ করে করোনাভাইরাসের দুর্যোগে তা পরিহার করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (২৬ এপ্রিল) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল সাহেব (বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর) সরকারের সমালোচনা করতে গিয়ে তথ্য প্রমাণ ছাড়া চিরায়ত ভঙ্গিতে মিথ্যাচার করে চলেছেন।  মাঝে তারা চুপ হয়ে গেলেন। এখন বলছেন সরকার নাকি তথ্য গোপন করেছে।’

‘আমি বলতে চাই, কি তথ্য গোপন করেছি তা-তো আপনি বললেন না। অভিযোগ করার আগে নির্ভূল তথ্য হাজির করার দরকার ছিলো। স্বচ্ছতা জবাবদিহিতার সঙ্গে জননেত্রী শেখ হাসিনা কাজ করছেন। এটাই আপনাদের গাত্রদাহের কারণ।’

তিনি বলেন, ‘সরকার করোনা সংকট মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে দিন দিন অধিকতর সক্ষমতা অর্জন করছে, এটা আপনাদের মনোকষ্টের কারণ। এখানে তথ্য লুকোচুরির কোনো বিষয় নেই। বর্তমান বিশ্বে তথ্য লুকানোর কোনো সুযোগও নেই।’

‘আপনারা করোনা নিয়ে পুরনো নালিশের রাজনীতি শুরু করেছেন। আমরা এখনো আহ্বান জানাই, এই দুর্যোগ মোকাবিলায় ইতিবাচক ভূমিকা নিয়ে আসুন। গুজব নির্ভর ও নেতিবাচক রাজনীতি পরিহার করুন।’

ওবায়দুল কাদের বলেন, ‘এটা কোনো রাজনৈতিক সংকট নয়। এটা করোনা সংকট। এখন দরকার যারা সত্যিকার করোনা যোদ্ধা ডাক্তার, নার্স, টেকনোলজিস্টসহ যারা সামনের সারিতে যুদ্ধে করছেন দলমত নির্বিশেষে তাদের সবাইকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাত্মক করোনা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকটের মধ্যেই সম্ভাবনা দেখতে পান। সততা সাহসিকতাই হচ্ছে তার শক্তির উৎস।’

সংকট মোকাবিলায় শুরু থেকে সরকার দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চেয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি শুরুতে ছিলো শীতনিন্দ্রায়, হঠাৎ জেগে আবিষ্কার করলো সরকার একলা চলো নীতিতে আছে। আমি মির্জা ফখরুল সাহেবকে বলতে চাই, সংকটে পড়া মানুষজনের জন্য আপনারা কী করেছেন? করোনার বিরুদ্ধে কী করেছেন আপনারা?’

তিনি বলেন, ‘সরকার সবাইকে নিয়ে কাজ করছে। এরইমধ্যে কেন্দ্র থেকে মাঠ পর্যন্ত সমন্বয় গড়ে তুলেছে। সব সরকারি সংস্থা, পেশাজীবী, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্ব আমরা এই সংকট মোকাবিলায় সফল হবো ইনশাল্লাহ।’

এ সময় করোনা যোদ্ধা যারা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন এবং জরুরি সার্ভিসের আওতা সেবা দিচ্ছেন তাদের আন্তরিকভাবে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।


পারভেজ/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়