ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

৫০ লাখ মানুষ‌কে নগদ অর্থ সহায়তা দি‌চ্ছে সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৫, ১৩ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
৫০ লাখ মানুষ‌কে নগদ অর্থ সহায়তা দি‌চ্ছে সরকার

ক‌রোনাভাইরাস সংক‌টে ত্রাণ সহায়তার পাশাপাশি ঈদের আগে ৫০ লাখ মানুষকে নগদ অর্থ দেবে সরকার।

বৃহস্পতিবার (১৪ মে) প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা এই কর্মসূ‌চির উদ্বোধন করতে পারেন।

বুধবার (১৩ মে) রাজধানীর সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ করোনাভাইরাসসহ সব দুর্যোগে জনগণের পাশে দাঁড়িয়েছে উল্লেখ ক‌রে ওবায়দুল কাদের বলেন, ‘যেকোনো দুর্যোগে দেশের আর্তমানবতার পাশে সবার আগে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য, দলের সভানেত্রীর নির্দেশে নেতাকর্মীরা সারা দশে অসহায় মানুষের পা‌শে আশার আলোতে আবির্ভূত হয়েছে। ’

‘ত্রাণ সহায়তা, খাদ্য ও নগদ সহায়তা, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, টেলি মেডিসিন লকডাউন এলাকায় রাতে খাবার বিতরণ, ইফতার বিতরণ, সেহেরি বিতরণ, সবজি বিতরণসহ কৃষকদের ধান কেটে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে পৌঁছে দিয়েছে।  চার কোটি মানুষকে সরকারি সহায়তা দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগের পক্ষ থেকে আরও এক কেটি ২০ লাখ পরিবারকে সহায়তা করা হয়েছে। এই ত্রাণ সহায়তা দেওয়ার পাশাপাশি  ঈদের আগে ৫০ লাখ মানুষকে নগদ অর্থ দেওয়া হবে।  যা আগামীকাল প্রধানমন্ত্রী উদ্বোধন করতে পারেন’।

ত্রাণ বিতরণ নিয়ে কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এই সময়ে একটি অশুভ মহল ত্রাণ বিতরণ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচারের বিভ্রান্ত না হওয়ার জন্য দেশবাসী ও জনগণের কাছে আহ্বান জানাচ্ছি।’

লকডাউন শিথিল নিয়ে বাস্তবতার বিবেচনা করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বৈশ্বিক এই মহামারিতে যুক্তরাষ্ট্রের মতো দেশে মৃতের সংখ্যা যেখানে ৯০ হাজার ছাড়িয়ে গেছে, ইউরোপের দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে ৪০ হাজার, ফ্রান্স-ইতালিসহ কিছু দেশে ২৫ থেকে ৩০ হাজারে পৌঁছেছে।  এসব দেশে অর্থনীতির চাকা সচল রাখতে লকডাউন শিথিল করা হয়েছে।  এমনকি প্রতিবেশী দেশ ভারতেও লকডাউন শিথিল করা হয়েছে।’

‘বাংলাদেশে মানুষের জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাধারণ ছুটি কিছু কিছু ক্ষেত্রে শিথিল করা হয়েছে। প্রধানমন্ত্রী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।  যারা মনে করছেন এই সিদ্ধান্ত ভুল তাদেরকে বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক বাস্তবতা এবং বিশ্বের বিভিন্ন দেশের দিকে দেখে বিষয়টি বিবেচনার অনুরোধ জানাচ্ছি।’

 

ঢাকা/পার‌ভেজ/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়