ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মধ্যরাতে খাবার বিতরণ বিদিশার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৮, ১৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
মধ্যরাতে খাবার বিতরণ বিদিশার

কর্মহীন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন বিদিশা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিদিশা সিদ্দিক।

সোমবার (১৮ মে) রাতে রাজধানীর বিভিন্ন স্থানে রান্না করা খাবার বিতরণ করেছেন তিনি।  এরশাদের প্রেসিডেন্ট পার্কে নিজেই খাবার রান্না করে সেই খাবার নিয়ে রাজধানীর অলিগলিতে বিতরণ করেন বিদিশা।

রাত ১০টা থেকে খাবার বিতরণ শুরু করেন বিদিশা সিদ্দিক।  ভোর ৪টা পর্যন্ত খাবার বিলি করবেন তিনি।  এ সময় তার সঙ্গে উপস্থিত আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের সদস্য কাজী মামুনুর রশিদ।

মেরুল বাড্ডা, গুলশান, মগবাজার, বেইলি রোড, শান্তিনগর, খিলগাঁও মৌচাক, রামপুরা, হাইকোর্ট মাজার, কমলাপুর, গোলাপশাহ মাজার, মিরপুর শাহআলী মাজার এলাকায় ফুটপাতে থাকা অসহায়দের মাঝে খাবার বিতরণ করেন তিনি।

বিদিশা সিদ্দিক বলেন, ইতিমধ্যে ৬০০ মানুষকে আমরা খাবার দিয়েছি।  ভোর পর্যন্ত রাজধানীতে আমরা খাবার বিতরণ করবো।  করোনায় কর্মহীন ক্ষুধার্তদের জন্য আমরা নগদ টাকা, খাদ্যসামগ্রী ও রান্না করা খাবার, ইফতারসহ ত্রাণসামগ্রী দিচ্ছি।

তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট ও বিদিশা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অসহায়দের জন্য আমাদের এই কর্মসূচি।  করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

 

নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়