ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

লাইনে দাঁড়ানো শিক্ষামন্ত্রীর ছবি ভাইরাল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ২১ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
লাইনে দাঁড়ানো শিক্ষামন্ত্রীর ছবি ভাইরাল

সামাজিক দূরত্ব বজায় রেখে রাজধানীর একটি সুপারশপে ঢোকার জন্য অপেক্ষমাণ ক্রেতাদের সারিতে দাঁড়িয়ে আছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রাজধানীর ধানমন্ডির ওই সুপারশপের সামনে দাঁড়িয়ে থাকা শিক্ষামন্ত্রীর এই ছবিটি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ফেসবুকের পাতায় নিজের আইডি থেকে ছবিটি আপলোড দিয়ে মাকসুদুল হাসান রাহুল নামে একজন লিখেছেন, ‘‘মীনা বাজারের সামনে জনকাতারে দাঁড়িয়ে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আপা! সুপারশপটির ম্যানেজার উনাকে লাইন ভেঙে সবার আগে শপে প্রবেশের কথা বললেও শ্রদ্ধেয় শিক্ষামন্ত্রী আগে যেতে অস্বীকৃতি জানান এবং লাইনে দাঁড়িয়ে থেকে সাধারণ নিয়ম অনুসরণ করে শপে ঢোকেন!’’

তিনি আরো লিখেছেন, ‘‘বিদেশি কোনো শিক্ষামন্ত্রী এমন কাজ করলে তো ফেসবুকে প্রশংসার জোয়ারে ভেসে যেতো! চলুন নিজের দেশ ও দেশের কর্তাব্যক্তিদের ভালো কাজগুলোরও একটু ব্র্যান্ডিং করি।’’

ভাইরাল হওয়া ছবিতে কমেন্ট করেছেন সাজেদুর রহমান সুমন নামে এক ব্যক্তি। তিনি লিখেছেন, ‘‘উনি আমাদের দীপু মণি। উনি মীনা বাজারে ঢোকার জন্য সর্বসাধারণের সঙ্গে লাইনে দাঁড়িয়ে আছেন। ম্যানেজার উনাকে লাইন ভেঙে আগে যাওয়ার কথা বললেও উনি অস্বীকৃতি জানান।’’

আরেকজনের মন্তব্য ছিল, ‘‘ধানমন্ডি ২৭ নম্বরে মীনা বাজারে প্রবেশের জন্য সামাজিক দুরত্ব বজায় রেখে সর্বসাধারণের সঙ্গে লাইনে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আপা।’’

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, ছবিটি ধানমন্ডির মীনা বাজারের বাইরের দৃশ্য। আজ  (বৃহস্পতিবার, ২১ মে) দুপুর ২টার দিকে মন্ত্রী ধানমন্ডির ২৭ নম্বরে গিয়েছিলেন শপিং করতে। তিনি নিজে নিয়মিত শাক-সবজিসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটা করেন।

 

ঢাকা/ইয়ামিন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়