ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঔষধ প্রশাসন করোনা পরীক্ষায় আগ্রহী নয়: ফখরুল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৪, ২৬ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ঔষধ প্রশাসন করোনা পরীক্ষায় আগ্রহী নয়: ফখরুল

ঔষধ প্রশাসন করোনাভাইরাস পরীক্ষায় আগ্রহী নয় বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৬ মে)গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, সাধারণ জনগোষ্ঠীর সঙ্গে সঙ্গে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ করোনায় আক্রান্ত হচ্ছেন ও মারা যাচ্ছে।’

ফখরুল বলেন, ‘গণস্বাস্থ্য কেন্দ্র থেকে উদ্ভাবিত করোনা পরীক্ষার কীট যখন বিএসএমএমইউ হাসপাতালে ট্রায়াল পরীক্ষা হচ্ছিল সেই সময়ে হঠাৎ করেই সরকারের ঔষধ প্রশাসন পরীক্ষার ট্রায়াল স্থগিত করে দিয়েছে। এতে করে প্রতীয়মান হয় যে, ঔষধ প্রশাসন উদ্দেশ্যমূলকভাবেই করোনার পরীক্ষা করতে আগ্রহী নয়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা দাবি করছি, অবিলম্বে গণস্বাস্থ্য কেন্দ্র থেকে উদ্ভাবিত করোনার কীট পরীক্ষার সমাধান হোক।’

মির্জা ফখরুল বলেন, ‘বিশিষ্ট মুক্তিযোদ্ধা, চিকিৎসক ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আমি তাঁর আশু রোগমুক্তি কামনা করছি। অন্য যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদেরও রোগমুক্তি কামনা করছি। ইতোমধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী, রাজনীতিক ও বিশিষ্ট ব্যবসায়ী যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’

তিনি জনগণকে ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। 

 

ঢাকা/সাওন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়