ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সিপিবি সভাপতির করোনা নেগেটিভ, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ২৮ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সিপিবি সভাপতির করোনা নেগেটিভ, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।  করোনা উপসর্গ দেখা দেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশে দ্রুত তার করোনা পরীক্ষার ব্যবস্থা করায়, তাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৮ মে) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

বিপ্লব বড়ুয়া বলেন, বুধবার কমিউনিস্ট পার্টির নেতা রুহিন হোসেন প্রিন্স আমাকে জানান মুজাহিদুল ইসলাম সেলিম অসুস্থ এবং তার করোনার উপসর্গ আছে। বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করি।

‘প্রধানমন্ত্রী মুজাহিদুল ইসলাম সেলিমের করোনা টেস্ট করানোর ব্যবস্থা করতে নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমি মুজাহিদুল ইসলাম সেলিমকে ফোন করি এবং তার অ্যালিফ্যান্ট রোডের বাসায় গিয়ে স্যাম্পল নেওয়ার ব্যবস্থা করি।  বৃহস্পতিবার তার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।’

দ্রুত করোনা পরীক্ষার ব্যবস্থা করার জন্য মুজাহিদুল ইসলাম সেলিম প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাকে আন্তরিক ধন্যবাদ জানান বলে জানিয়েছেন বিপ্লব বড়ুয়া।

মুজাহিদুল ইসলাম সেলিম রাইজিংবিডিকে জানান, করোনো টেষ্ট নেগেটিভ আসলেও তিনি এখনও জ্বরে আক্রান্ত।  তিনি প্রধানমন্ত্রীকে ধন‌্যবাদ জানান।


পারভেজ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়