ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করতে আরও সময় চায় আ.লীগ

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ৩০ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করতে আরও সময় চায় আ.লীগ

সরকার দেশে লকডাউন তুলে নিয়ে সীমিত আকারে সবকিছু স্বাভাবিক করার দিকে নজর দিয়েছে।  এ অবস্থায় সামাজিক দূরত্ব নিশ্চিতে এখনই রাজনৈতিক দল হিসাবে সার্বিক সাংগঠনিক তৎপরতা শুরু করতে চাইছে না আওয়ামী লীগ।

দলটি বলছে, মানুষের কল্যাণেই আওয়ামী লীগের রাজনীতি।  সুতরাং মহামারির এই সংকটে এখন সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করার চেয়ে, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে মানুষের পাশে দাঁড়ানোই দলটির কাছে মুখ্য বিষয়।  আর সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করতে ‘অনুকূল পরিবেশ’র অপেক্ষায় রয়েছে দলটি।   

গত মার্চের শুরুতে দেশের করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে দলের রাজনীতিতে সভা-সমাবেশ, লোকসমাগম, সাংগঠনিক কর্মকাণ্ডে সাময়িক স্থগিতাদেশ জারি করে আওয়ামী লীগ।  সেই থেকে এখন পর্যন্ত স্বাভাবিক রাজনীতিতে নেই আওয়ামী লীগ।

৩১ মে (রোববার) লকডাউন তুলে নিয়ে পরীক্ষামূলকভাবে সবকিছু সীমিত আকারে খুলছে।  তবে পরিস্থিতি এখনো অনুকূলে না আসায় রাজনৈতিক, সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করবে না দলটি।

জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম রাইজিংবিডিকে বলেন, ‘মানুষের জন্য রাজনীতি। এক্ষেত্রে মানবিক কার্যাবলী বা দায়িত্ববোধের জায়গাগুলো অব্যাহত থাকবে।  এছাড়া সংকটে পড়া মানুষকে সহযোগিতা, সেবা, আইন-কানুন মেনে চলা, স্বাস্থ্যবিধি মেনে চলা; এটা আমাদের দলের কার্যক্রমের অন্যতম অংশ।  যেটা মানুষের জন্য, দেশের জন্য এটা থাকবে, চলবে।’

‘এর পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের জন্য যে স্বেচ্ছাকার্যক্রম চালাচ্ছে সেই কর্মসূচি নিয়ে মানুষের পাশে থাকবে। এটাও রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক তৎপরতার অংশ। সেটাও আমরা চালাচ্ছি, চলবে।’

তিনি বলেন, ‘আমরা চিন্তা ভাবনা করছি পরিস্থিতি অনুকূলে এলে পুরোদমে সাংগঠনিক কর্মকাণ্ড চালু করবো।  রাজনীতিতো আংশিক কোনো বিষয় নয়। রাজনৈতিক কর্মকাণ্ড ভাগ করা যাবে না। এটা অনুকূল পরিস্থিতির সঙ্গে পুরোদমে শুরু করবো।’

করোনা সংকটের কারণে দলের বঙ্গবন্ধু অ্যাভিনিউ কেন্দ্রীয় কার্যালয় এবং সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যেন প্রাণ নেই।  দপ্তর সূত্রে জানা গেছে, দলের পক্ষ থেকেই মহামারির এই ক্রান্তিকালে নেতাকর্মীদের কার্যালয়ে উপস্থিতি নিরুৎসাহিত করা হয়েছে।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান জানান, ১৫ মে পর্যন্ত ১ কোটি ২০ লাখ মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, দলের জনপ্রতিনিধিরা।  এছাড়া ১০ কোটি টাকার নগদ সহায়তা দিয়েছে দলটি।  কার্যক্রম চলছে, চলবে।

তিনি জানান, ‘দলের শীর্ষ নেতারা ধানমন্ডি কার্যালয়ে এসে সারাদেশের সঙ্গে যোগাযোগ রাখছেন। পাশাপাশি দলের সভাপতির বিভিন্ন নির্দেশনা পৌঁছে দিচ্ছেন। তবে পরিস্থিতি বিবেচনায় সর্বস্তরের নেতাকর্মীদের দলীয় কার্যালয়ে আসাকে আমরা নিরুৎসাহিত করছি।’

দলের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য জাহাঙ্গীর কবির নানক রাইজিংবিডিকে বলেন, ‘সবচেয়ে বড় বিষয় হলো রাষ্ট্র যখন কোভিড-১৯ দ্বারা আক্রান্ত, এই পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো, তাদের সেবা করা; ওই রাজনীতিটাই এখন বাংলাদেশ আওয়ামী লীগ করছে। ’

‘মানুষকে সচেতন করা, শারীরিক দূরত্ব রক্ষা করা এবং সতর্কতা অবলম্বন করে প্রত্যেক মানুষ যাতে মাস্ক ব্যবহার করে; সেজন্য সচেতনতা তৈরি করা।  স্বাভাবিক রাজনীতির চেয়ে এটাই এখন আমাদের মূল লক্ষ্য’, বলেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।


ঢাকা/পারভেজ/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়