ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দেশ রসাতলে যাচ্ছে, জনগণকেই টেনে তুলতে হবে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৩, ৩ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
দেশ রসাতলে যাচ্ছে, জনগণকেই টেনে তুলতে হবে: ফখরুল

দেশ রসাতলে যাচ্ছে। সরকারের টেনে তোলার মানসিকতা নেই, জনগণকেই টেনে তুলতে হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৩ জুন) বিকালে অনলাইনে এক আলোচনায় যুক্ত হয়ে তিনি একথা বলেন।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করা্র চেষ্টা করতে হবে। সামাল দেয়ার চেষ্টা করতে হবে। সবাইকে নিয়ে আমাদের করোনার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।'

নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত এ আলোচনায় বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জোর করে নিয়েছেন তারা জনগনকে কোনো মূল্য দেন না, তাদের কাছে অনেক বেশি মূল্য হচ্ছে ব্যবসার, তাদের কাছে অনেক বেশি মূল্য হচ্ছে তাদের সো-কলড প্রবৃদ্ধি বাড়ানোর। কোনটাই বাড়বে না, সব কিছু নিচে নেমে যাচ্ছে এবং ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে। এই অবস্থা তারা তৈরি করেছে, এর দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে।'

তিনি বলেন, ‘সরকার যে টেকনিক্যাল কমিটি করে দিয়েছে সেই কমিটি বলছে যে, এই মুহুর্তে সরকারি ছুটি তুলে নেয়ায় একটা বিপজ্জনক অবস্থা হবে। এমনকি প্রধানমন্ত্রীর যিনি ব্যক্তিগত চিকিৎসক ডা. আবদুল্লাহ সাহেবও বলেছেন যে, এটা খুব ভুল সিদ্ধান্ত হচ্ছে, এটা একটা সুইসাইডেল সিদ্ধান্ত।'

এদেশের প্রতিটি মানুষ আজকে আতঙ্কে আছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

স্বাস্থ্যখাতে চরম দুর্নীতির অভিযোগ করে তিনি বলেন, ‘স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে গেছে, ভঙ্গুর হয়ে পড়েছে। এটা এখন নামে মাত্র টিকে আছে। প্রথম দিকেই সব কিছু এ্লোমেলো করে ফেলা হয়েছে।'

ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের মিলনায়তনে নাগরিক ঐক্যের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর এ আলোচনায় অনলাইনে যুক্ত হয়ে আরো বক্তব্য রাখেন, জেএসডির সভাপতি আসম আবদুর রব।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সমন্বয়কারী শহীদুল্লাহ কায়সার। সভাপতিত্ব করেন,  নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না। তার নেতৃত্বে ২০১২ সালে এই সংগঠন আত্ম প্রকাশ পায়।

অনলাইনে যুক্ত হয়ে আরো বক্তব্য রাখেন গণফোরামের সাবেক নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও গণসংহতির প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকী।

আলোচনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- গণফোরামের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আকবর খান ও মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান।

 

ঢাকা/সাওন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়