ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নিতান্তই সাধারণ বাজেট: ফখরুল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ১২ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
নিতান্তই সাধারণ বাজেট: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অসাধারণ বাজেট নয়, এটি নিতান্তই সাধারণ বাজেট।’

শুক্রবার (১২ জুন) রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে তিনি বলেন, 'এই বাজেটে করোনা কাটিয়ে টেকসই অর্থনৈতিক ভিত্তি গড়ে তোলার সুনির্দিষ্ট প্রস্তাব নেই।’

স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং খাদ্য নিরাপত্তার জন্য প্রস্তাবিত বাজেটে প্রত্যাশিত অর্থ বরাদ্দ করা হয়নি, উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে কার্যকর সুশাসন, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সর্বস্তরে জবাবদিহিতা প্রতিষ্ঠার বিকল্প নেই।’

করোনা সংকটের কারণে জাতি আজ মহাদুর্যোগকাল অতিক্রম করছে, উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘মানুষের জীবন ও অর্থনীতিকে এ মহাসংকট থেকে উদ্ধারের জন্য প্রয়োজন ছিল প্রথাগত গতানুগতিক বাজেট কাঠামো থেকে বেরিয়ে এসে বিশেষ করোনা বাজেট। তা না করে অর্থমন্ত্রী বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লক্ষ ৬৮ হাজার কোটি টাকার গতানুগতিক অবাস্তবায়নযোগ্য বাজেট ঘোষণা করেছেন।’

এ বাজেট জাতিকে হতাশ করেছে, দাবি করে তিনি বলেন, ‘গত ৯ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে আমরা তিন বছরের মধ্যমেয়াদি বাজেট রূপরেখা দিয়েছিলাম। অর্থমন্ত্রী আমাদের সুপারিশ ও দেশের অধিকাংশ শীর্ষ অর্থনীতিবিদদের অভিমতকে উপেক্ষা করে প্রত্যাশিত নিতান্তই সাধারণ বাজেট ঘোষণা করলেন।’

 

ঢাকা/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়