ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ওষুধ-সিলিন্ডার মজুদ করবেন না: কাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ২১ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
ওষুধ-সিলিন্ডার মজুদ করবেন না: কাদের

করোনা প্রাদুর্ভাব আতঙ্কে অক্সিজেন সিলিন্ডার এবং অনুমান নির্ভর ওষুধ মজুদের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এমন স্বার্থপর ভাবনার চেয়ে করোনা প্রতিরোধে সচেতন হওয়া জরুরি।

রোববার (২১ জুন) রাজধানীর সংসদ ভবন এলাকায় সরকারি বাসভবন থেকে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। 

ওবায়দুল কাদের বলেন, ‘করোনা মহামারির উদ্বেগের সময়ে আমরা অনেকেই দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থ হয়েছি। গণমাধ্যমের রিপোর্টে আসছে অনেকেই আতঙ্কে অক্সিজেন সিলিন্ডার মজুদ করছেন।  বাসাবাড়িতে অনুমান নির্ভর ওষুধ মজুদ করছেন।’

এসব প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী মজুদের প্রভাব সম্পর্কে তিনি বলেন, ‘আপনি যে সিলিন্ডার মজুদ করে অলস রেখে দিয়েছেন তার অভাবে মৃত্যুপথযাত্রী কোনো রোগী অক্সিজেন বঞ্চিত হচ্ছেন।  সিলিন্ডার মজুদ করার মতো স্বার্থপর ভাবনার চেয়ে আমাদের করোনার প্রতিরোধে মনোননিবেশ করা জরুরি। এটা স্বার্থপরতার চেয়ে অজ্ঞতাও অনেক ক্ষেত্রে দায়ী।’

করোনা মাহামারিতে দেশের মানুষের সেবায় আওয়ামী লীগ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘মাটি ও মানুষের সংকটে দলের নেতাকর্মীরা ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘করোনায় অনেক রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, বুদ্ধিজীবী, বিশিষ্ট ব্যক্তি প্রাণ হারিয়েছেন।  প্রাণ গেছেন কিছু মন্ত্রী এমপিসহ প্রায় দেড় হাজার মানুষ।  রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশি মৃত্যুবরণ করেছেন।’

‘আমাদের দলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় মানুষের পাশে থেকে প্রথম থেকেই সেবা দিয়ে যাচ্ছেন অবিরাম।  এ কারণেই বেশি আক্রান্ত হচ্ছে আওয়ামী লীগের জনপ্রতিনিধি ও নেতাকর্মীরা।  দেশের এই কঠিন সময়ে আওয়ামী লীগই ঝুঁকি দিয়ে সেবা দিচ্ছে এটাই তার প্রমাণ।’

করোনার এই কঠিন সময়ে সম্মুখযোদ্ধা গণমাধ্যমকর্মীদের বেতন-ভাতা অব্যাহত রাখতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘করোনা সংকটে প্রায় সবখাতের ওপর আঘাত এসেছে।  বিভিন্ন খাতে ব্যয় কমানোর প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। এ সময় আমাদের সবার দিকে তাকাতে হবে। অনান্য খাতের মতো মিডিয়া তথ্য গণমাধ্যমও চাপে পড়েছে।’

আমি মালিকদের অনুরোধ করছি, যতদূর সম্ভব সম্মুখসারির যোদ্ধা সাংবাদিকদের বেতন ভাতা অব্যাহত রাখুন।

কলকারখানার মালিকদের শ্রমিক ছাঁটাই না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘এই সময়ে এই ধরনের ছাঁটাই অমানবিক নিষ্ঠুর আচণের মতোই মনে হবে।  সামর্থ‌্যবান বাড়ির মালিকদের আমি ভাড়াটিয়াদের প্রতি মানবিক হওয়ার অনুরোধ জানাচ্ছি। ’

করোনার সংক্রমণ পরীক্ষা করাতে অনেকক্ষেত্রে হয়রানির কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এমন স্বার্থপর ভাবনার চেয়ে করোনার প্রতিরোধে সচেতন হওয়া জরুরি।

এ সময় তিনি করোনার রিপোর্ট দ্রুত দেওয়ার কার্যকর ব্যবস্থা নেওয়া, হাসপাতাল মালিক, চিকিৎসকসহ সংশ্লিষ্টদের এই কঠিন সময়ে মানবিকতাকে ঊর্ধ্বে স্থান দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি যারা নিবেদিত প্রাণ হয়ে সেবা দিয়ে যাচ্ছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান।


ঢাকা/পারভেজ/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়