ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

এই বাজেট জনগণের বাজেট নয়: বিএনপি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৭, ১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
এই বাজেট জনগণের বাজেট নয়: বিএনপি

নতুন (২০২০-২১) অর্থ বছরের বাজেট প্রত্যাখান করলেন বিএনপির সংসদ সদস্যরা।  তারা বলেন, ৩০ জুন পাস হওয়া এই বাজেট জনগণের বাজেট নয়। বুধবার (১  জুলাই) জাতীয় সংসদের মূল গেটের সামনে বাজেট প্রতিক্রিয়ায় বিএনপির এমপিরা এসব কথা বলেন।

বিএনপির দলীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, ‘গত একশ বছরে পৃথিবীতে এই দুর্যোগে মহামারি আমরা দেখিনি। গতকাল  দেখেছি, বাজেট পাস হয়েছে। এই বাজেট জনগণকে ফাঁকি দেওয়ার জন্য এই বাজেট। আজকে এই মহান সংসদের সামনে দাঁড়িয়ে বলছি, আমরা জনগণের পক্ষে এই বাজেট প্রত্যাখ‌্যান করছি।’

হারুনুর রশীদ বলেন, ‘এই সংকটের মধ্যে যারা জাতিকে পরামর্শ দিতে চায়, তাদের সরকার তুচ্ছ তাচ্ছিল্য করছে। আমরা সংসদে দাঁড়িয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি জানিয়েছি।  গোটা স্বাস্থ্য বিভাগকে সংস্কারের কথা বলেছি। কিন্তু প্রধানমন্ত্রী এই নিয়ে কোনো কথাই বলেনি। আমরা বিএনপির পক্ষ থেকে এই সরকারের কাছে দাবি জানাচ্ছি, অতিসত্তর করোনা মোকাবিলার জন্য আমাদের রোডম্যাপ দিতে হবে। আমরা অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।’

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘করোনাকালীন স্বাস্থঝুঁকির কথা বিবেচনা করে এবারের বাজেট অধিবেশন সংক্ষিপ্ত করতে চেয়েছে সরকার। কিন্তু আমাদের পক্ষ থেকে এই অধিবেশন ভার্চুয়ালি করার প্রস্তাব দিলেও তা গ্রহণ করা হয়নি।’ এমনিতেই চরম লুটপাটের কারণে দেশের অর্থনীতি প্রায় ধ্বংসের কিনারায় পৌঁছে গেছে বলেও তিনি মন্তব‌্য করেন।  

 

ঢাকা/সাওন/এনই

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়