ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

দল নিবন্ধনের খসড়া আইনের ওপর মত দেবে না বিএনপি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৭, ১ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
দল নিবন্ধনের খসড়া আইনের ওপর মত দেবে না  বিএনপি

‘রাজনৈতিক দল নিবন্ধন আইন-২০২০’ প্রণয়নে নির্বাচন কমিশনের (ইসি) কার্যক্রম স্থগিতের দাবি জানিয়েছে বিএনপি। একইসঙ্গে ইসির আহ্বানে খসড়া আইনটির ওপর মত দিতেও অস্বীকৃতি জানিয়েছে দলটি।   বুধবার  (১  জুলাই) বিকেলে  ইসি সচিবের সঙ্গে বৈঠকের পর দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সাংবাদিকদের এসব কথা বলেন।

উল্লেখ‌্য, এই আইনের ওপর মত জানানোর জন‌্য ১  জুলাইকে শেষ সময় হিসেবে নির্ধারণ করা ছিল।

এর আগে, ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনের আগে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন ইসি দল নিবন্ধনের জন্য বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশে। এতে নিবন্ধন পেতে তিনটি প্রধান শর্ত জুড়ে দিয়ে যেকোনো একটি পূরণ করতে বলা হয়। বর্তমান কেএম নূরুল হুদার কমিশন সেই তিনটি শর্তের মধ্যে অন্তত দুটি পূরণ করার জন্য বিধান রাখার  উগ‌্যোগ নিয়েছে।

এছাড়া, দল নিবন্ধনের জন্য একগুচ্ছ শর্ত রাখা হচ্ছে প্রস্তাবিত নতুন আইনে। নির্বাচন কমিশন আইনের খসড়াটি নিবন্ধিত দলগুলোর কাছে মত দেওয়ার জন্য পাঠায়। এছাড়া  ৭ জুলাইয়ের মধ্যে নাগরিক সমাজকে মত দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।

বর্তমানে নির্বাচন কমিশনে ৪১টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে।


ঢাকা/হাসিবুল/এনই

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়