ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এবারের বাজেট বাস্তবতা-বিবর্জিত: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
এবারের বাজেট বাস্তবতা-বিবর্জিত: মির্জা ফখরুল

নতুন অর্থবছরের বাজেটে তীব্র সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘একটি অপরিণামদর্শী ও বাস্তবতা-বিবর্জিত বাজেট পাস হয়েছে।’ বৃহস্পতিবার (২ জুলাই) নিজ বাসা থেকে ভিডিও কনফারেন্স ফখরুল এসব অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘এবারের বাজেটকে অর্থনীতিবিদরা স্বপ্নবিলাস বলে আখ্যায়িত করেছেন। ’ তিনি বলেন, ‘সমালোচনা এড়াতেই অধিবেশন সংক্ষিপ্ত করে তড়িঘড়ি করে বাজেট পাস করেছে সরকার। ’

বিএনপি মহাসচিব বলেন, সরকার দেশকে একটি লুটেরা আমলাতান্ত্রিক পুঁজিবাদী রাষ্ট্রে পরিণত করতে চলেছে। এই বাজেটে লুটপাটকারী, ধনিকশ্রেণি ও আমলাতন্ত্রনির্ভর অর্থনৈতিক দর্শনের আলোকে প্রস্তুত হয়েছে। তাদেরই স্বার্থরক্ষা করা হয়েছে।’ এবারের বাজেট ধুম্রজাল সৃষ্টির তামাশা ছাড়া আর কিছু নয় বলেও তিনি মন্তব‌্য করেন।


ঢাকা/সাওন/এনই

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়