ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাটকল বন্ধ করা মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা: সিপিবি

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
পাটকল বন্ধ করা মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা: সিপিবি

রাষ্ট্রীয় পাটকল বন্ধ ঘোষণা মুক্তিযুদ্ধের অঙ্গীকার ও ৩০ লাখ শহীদের প্রতি বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শনিবার (৪ জুলাই) পাটকল বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে সিপিবির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ হয়।  সমাবেশে নেতারা পাটকল বন্ধের সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ মন্তব্য করেন।

সিপিবির কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আহসান হাবীব লাবলু, রুহিন হোসেন প্রিন্স, সাদেকুর রহমান শামীম।  সভা পরিচালনা করেন ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল।

উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন, আবদুল্লাহ ক্বাফী রতন, লুনা নূর, মোসলেহ উদ্দিন প্রমুখ। 

সমাবেশে নেতারা বলেন, মুক্তিযুদ্ধের পর দেশের প্রধান শিল্প পাটকলসমূহ রাষ্ট্রায়ত্তকরণ করা ছিল ৫৪’র  যুক্ত ফ্রন্ট্রের ২১-দফা ও ৬৯’র গণঅভ্যুত্থানে ছাত্র সমাজের ১১-দফার অন্যতম অঙ্গীকারের বাস্তবায়ন।  গত ৪০ বছর ধরে ক্ষমতাসীন সরকারগুলো এশিয়ার বৃহত্তম পাটকল আদমজিসহ সব পাটকল বন্ধ বা বেসরকারিকরণ করে সে অঙ্গীকারকে পদদলিত করেছে।

সিপিবি নেতারা বলেন, ২০০২ সালে বিএনপি-জামায়াত সরকারের শিল্পমন্ত্রী নিজামীর হাত দিয়ে দেশের বৃহত্তম আদমজি পাটকল বন্ধ করে দেওয়া হয়। আজ মুক্তিযুদ্ধের চেতনার দাবিদার আওয়ামী সরকার মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত মন্ত্রীর হাত দিয়ে অবশিষ্ট ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।  এ বিশ্বাসঘাতকতা কাজের জন্য জাতি কখনও তাদের ক্ষমা করবে না।

 

হাসনাত/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়