ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাজনীতিতে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ১৪ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
রাজনীতিতে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার নির্দেশ

রাজনীতিতে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সোচ্চার হওয়ার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ নির্দেশের কথা তুলে ধরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলেছেন, ‘শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। দুর্নীতিবাজ ও দুর্বৃত্তদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। রাজনীতিতে দুর্বৃত্তায়নে যারা পৃষ্ঠপোষকতা করবে, তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’ 

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনির্ধারিত বৈঠকে এসব কথা বলা হয়।

বৈঠকে বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচনের বিষয়ে সার্বিক খোঁজ-খবর নেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

প্রতিকূল আবহাওয়া ও করোনা সংকট সত্বেও ভোট দেওয়ায় সব ভোটার এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজন করায় সংশ্লিষ্টদেরকে ধন্যবাদ জানানো হয় বৈঠকে।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান জানিয়েছেন, আজকের বৈঠকে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। আগামী ৫ আগস্ট শহীদ শেখ কামালের জন্মদিন ও ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিনের কর্মসূচি সম্পর্কেও আলোচনা হয়। আগামী ১৬ জুলাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে তার রাজনৈতিক কার্যালয়ে সীমিত পরিসরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা করার সর্বসম্মত সিদ্ধান্ত হয়।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, মির্জা আজম এমপি, অ্যাডভোকেট আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সংসদের সদস্য সাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।


ঢাকা/পারভেজ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়